LAN MAN WAN এর পার্থক্য?
LAN MAN WAN এর পার্থক্যঃ
LAN:
- অত্যন্ত সীমিত এলাকা নিয়ে গঠিত নেটওয়ার্ক। তাই এর নামকরণ করা হয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক Local Area Network বা (LAN)।
- বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি এর মধ্যে হয়ে থাকে।
- তারযুক্ত এবং তারবিহীন উভয় মাধ্যমে ব্যবহৃ হয়।
- যেমনঃ তারযুক্ত মাধ্যমে হিসাবে টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল, অপটিক্যাল ফাইবার ক্যাবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়।
- ইহা একক নেটওয়ার্ক।
- ব্যয় তুলনামূলক অনেক কম।
- ডেটা প্রবাহের গতি ১০ Mbps থেকে ১০০ Mbps পর্যন্ত হতে পারে।
lan man wan |
MAN:
- একটি শহরের মতো বিস্তৃত এলাকা নিয়ে গঠিত নেটওয়ার্ক। তাই এর নামকরণ করা হয়েছে Metropolitan Area Network বা (MAN)।
- বিস্তৃতি সর্বোচ্চ প্রায় ১০০ কি.মি দূরত্ব পর্যন্ত হয়ে থাকে।
- তারযুক্ত ও তারহীন উভয় মাধ্যমই ব্যবহৃত হয়।
- একাধিক LAN সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক।
- ব্যয় LAN অপেক্ষা বেশি।
- এ ধরনের নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি ১০ Mbps থেকে ১০ Gbps পর্যন্ত হতে পারে।
WAN:
- এর নির্দিষ্ট সীমারেখা দিয়ে আবদ্ধ নয়, তাই এর নামকরণ করা হয়েছে Wide Area Network বা (WAN)।
- বিস্তৃতি ১০০ কিলোমিটার এর বেশি বা সারা পৃথিবীব্যাপী হয়ে থাকে।
- তারযুক্ত ও তারবিহীন উভয় মাধ্যমে ব্যবহৃত হয়।
- বিপুল সংখ্যক LAN ও MAN সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক।
- ব্যয় LAN ও MAN অপেক্ষা অনেক বেশি।
- এ ধরনের নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি ১০০ Mbps থেকে ১০০ Gbps পর্যন্ত হতে পারে।