nic কি | nic কিসের সাথে সম্পর্কিত

NIC এর পূর্ণরূপ কি?

NIC এর পূর্ণরুপ হচ্ছে (Network Interface Card)।
nic
nic

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কাকে বলে?

দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে NIC বলা হয়। 

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ কি কি?

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যানকার্ড বা নেটওয়ার্ক এডাপ্টার হল একটি প্লাগ-ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়।

এটি ইন্টারপ্রেটারের ন্যায় সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথে নিক বা ল্যান্ড সংযুক্ত অবস্থায় থাকে। 

আলাদা করে মাদারবোর্ডের স্লটের মধ্যে কার্ড বসানো যায়। প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে তারবিহীন (Wireless) ল্যান কার্ড খুবই সাধারণ। নেটওয়ার্ক কার্ডে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে।

যার কারণে প্রতিটি কার্ড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর এই অদ্বিতীয় ক্রমিক নম্বরটিকে ম্যাক (MAC) এড্রেস বলা হয়। এই এড্রেস ডিফল্টভাবে কার্ডটির রমে সংরক্ষিত থাকে।
Next Post Previous Post