টার্ম পেপার কি | টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সে টার্ম পেপার মৌখিক পরীক্ষা কিংবা মাঠ কর্ম পরীক্ষার জন্য উল্লেখ রয়েছে। আমাদের মধ্যে এমন অনেক পরীক্ষার্থী আছেন যারা টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয় তা জানেন না।

টার্ম পেপার
টার্ম পেপার

তাদের জন্য আজকের এই আর্টিকেলে আমি টার্ম পেপার তৈরি করব। আর আপনারা যদি এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করা যায়, টার্ম পেপার লিখতে আপনাদের কোন ধরনের সমস্যা থাকবে না।

আর আপনাদের যদি এ বিষয়ে কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর পেয়ে যাবেন। নিচে টার্ম পেপারের বিস্তারিত আলোচনা করা হল।

টার্ম পেপার কি?

টার্ম পেপার হচ্ছে একটি গবেষণামূলক কাগজ। যা একাডেমিক টার্ম ধরে শিক্ষার্থীদের দ্বারা লেখা হয়ে থাকে। এছাড়াও টার্ম পেপারগুলো সাধারণত কোনও ইভেন্ট, ধারণা কিংবা কোন কিছু বর্ণনা করার উদ্দেশ্যে তৈরি হয়। তাছাড়া একটি টার্ম পেপার হচ্ছে একটি লিখিত মূল কাজ।
টার্ম পেপার
টার্ম পেপার

যাতে একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। ইহা সাধারণত বেশ কয়েকটি টাইপযুক্ত পৃষ্ঠাগুলো দৈর্ঘ্যে থাকে এবং প্রায়শই সেমিস্টার শেষে করা হয়। 

টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয়?

টার্ম পেপার করতে আমাদের কিছু নীতিমালা ফলো করতে হবে। আপনারা যারা টার্ম পেপার তৈরি করতে পারেন না তারা এই নিচের নীতিমালা গুলো ফলো করে তৈরি করে নিতে পারেন। 

আপনাদের সুবিধার জন্য আমি নিচে কয়েকটি টার্ম পেপার তৈরি করার নীতিমালা আলোচনা করলাম। অনার্স দ্বিতীয় বর্ষ/ চতুর্থ বর্ষ/ ডিগ্রি/ মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) শিক্ষার্থীদের টার্ম পেপার (Term Paper) কিভাবে তৈরি করতে হয়। সে বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ

টার্ম পেপার লেখার যাবতীয় নীতিমালাঃ
নিম্নে কয়েকটি টার্ম পেপার তৈরি করার নীতিমালা আলোচনা করা হলঃ
  • ভাল নাম্বার পেতে চাইলে কমপক্ষে ৩,০০০ শব্দের মধ্যে লেখা হতে হবে অর্থাৎ ২৫ থেকে ৩৫ পৃষ্ঠা লিখতেই হবে। 
  • খুব আকর্ষণীয় কভার পৃষ্ঠা থাকতে হবে৷
  • ইহা A4 সাইজের সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে।
  • টার্ম পেপারে সর্বমোট ৫০ নাম্বার বরাদ্ধ থাকে। 
  • সুতরাং সিরিয়াসলি জানতে হবে যে কিভাবে একটি সুন্দর টার্ম পেপার সহজে তৈরী করা যায়।
  • বিভিন্ন কলেজ ভেদে টার্ম পেপারের লেখা কম্পিউটার কম্পোজ কিংবা হাতে লিখতে হবে। এজন্য টার্ম পেপার লেখার আগে শিক্ষকের সাথে পরামর্শ করবেন। তবে টার্ম পেপারস হাতে লেখাই সবচেয়ে উত্তম।

টার্ম পেপারে যা যা লিখতে হবে?

টার্ম পেপার তৈরি করার জন্য নিচের কয়েকটি বিষয় উল্লেখ করে দিতে হয়। আপনারা যাতে সহজেই টার্ম পেপার তৈরি করতে পারেন। সে জন্য কিছু তথ্য নিচে উপস্থাপন করে দেওয়া হলঃ
  • লেখকের কথা
  • তত্ত্বাবধায়কের কথা
  • কৃতজ্ঞতা স্বীকার
  • সূচীপত্র
  • সার সংক্ষেপ
  • বিষয় বিবরণ এবং আলোচনা (৮-১০ টা পয়েন্ট)
  • উপসংহার
  • সর্বপরি রেফারেন্স বা তথ্যসূত্র
তবে এটি আপনাদের সকলের মনে রাখতে হবে যে, টার্ম পেপার কারও কাছ থেকে কপি করে লেখা উচিত না। নিজের সৃজনশীলতা আর মেধাকে কাজে লাগিয়ে নিজেই ইহা তৈরি করতে পারলে অনেক কিছু শেখা ও জানা যায় এর মাধ্যমে। 

আপনি টার্ম পেপার লেখার সময় কোন ধরনের সমস্যায় পড়লে  ইন্টারনেট এর সাহায্য নিতে পারেন।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close