ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি?
ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম হল হাইপার রিয়েলিটি।ভার্চুয়াল রিয়েলিটি (Virtual reality) কি?
নামকরা একটি স্কুলের ভূগোলের শিক্ষক মোহাম্মদ উল্লাহ ৪র্থ শ্রেণির ছাত্র ছাত্রীদের কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে পড়াচ্ছেন৷ তিনি মুখে সুন্দরভাবে লেকচার দিয়ে বুঝতে চাচ্ছেন কিন্তু ছাত্র ছাত্রীদেরকে আকর্ষিত করে মনোযোগী করতে পারছেন না৷ভার্চুয়াল রিয়েলিটি |
দশ মিনিট পর মোহাম্মদ উল্লাহ স্যার স্টুডেন্টদেরকে নিয়ে কম্পিউটার ল্যাবে আসলেন৷ ল্যাব এ্যাসিসটেন্ট সবাইকে মাথায় বিশেষ হেলমেট এবং হাতে বিশেষ গ্লোবস ও পায়ে বিশেষ যন্ত্রপাতিসম্পন্ন জুতো পরিয়ে দিলেন৷ ছাত্ররা প্রত্যেকে দেখল তারা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে৷
সামনে বিশাল সামুদ্র৷ বিশাল বিশাল ঢেউ এসে তীরে আছড়ে পড়ার শব্দ৷ সমুদ্রের তর্জন গর্জন৷ শোঁ শোঁ বাতাস৷ পেছনে পাখির শব্দ৷ কোন কোন ছাত্র সমুদ্রের পানির দিয়ে পানি স্পর্শ করলে ঠান্ডা পানির স্পর্শও অনুভব করল৷
সমুদ্রের তীর দিয়ে কিছুক্ষণ হাঁটল তারা৷ এইতো কিছুক্ষণ আগে তারা ক্লাসে যা পড়ল এখন বাস্তবে দেখা যাচ্ছে সবাই তা অনুভব করছে৷
এভাবে পনেরা মিনিটের মতো তারা বিশ্বের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকতে বিচারণ করে বাস্তবে অনেক কিছু দেখতে থাকল একসময় সব কিছু অন্ধকার৷ কম্পিউটার ল্যাবের সহকারী তাদের সবার হেলমেট খুলে দিলেন৷ ছাত্ররা তন্ময় হয়ে কিছুক্ষণ বসে থাকল৷
এও কি সম্ভব তারা স্বপ্ন দেখছে নাতো ক্লাসের অমনোযোগী ছাত্র-ছাত্রীরাও একই রকম তন্ময় হয়ে বসে আছে কিছুক্ষণের মধ্যেই সবার ঘোর কাটল৷ মোহাম্মদ উল্লাহ্ স্যার মুচকি হেসে ছাত্র ছাত্রীদেরকে প্রশ্ন করলেন কী তোমরা কোথায় গিয়েছিলে সবাই সমন্বরে জবাব দিল কক্সবাজার স্যার৷
এই হল ভার্চুয়াল রিয়োলিটি৷ নিশ্চয় আপনাদের এখন জানতে ইচ্ছে করছে ভার্চুয়াল রিয়েলিটি কি? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে৷
একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে৷ ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত৷ এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলঃ Vizart VRToolkit 3d studio max maya ইত্যাদি৷
(Technology that enables users to enter computer-generated worlds and interface with them three-dimensionally through sight sound and touch)।
ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্বব হয়৷ কল্পনার পাখায় ভর করে ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে আসা প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা মানুষের মস্তিষ্কের নিউরাল সংযোগের উপর দিয়ে হাঁটা কিংবা জুরাসিক পার্কেল সেই অতিকায় ডায়নোসরের তাড়াও খাওয়া যায়৷
ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহাকারী ঐ পরিবেশে মগ্ন হতে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন৷
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব (Influence of Virtual reality in everyday life) কি কি?
ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত ও নিরাপদ প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে৷বিশেষ করে চিকিৎসা গাড়ি বা বিমান চালনা সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রেগুলোতে বিভিন্নভাবে শারীরিক কিংবা রিসোর্সগত যে ক্ষতির সম্ভাবনা থাকে সেগুলো সহজেই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ করে তোলা সম্ভব৷
যেমন বাস্তবে বিমান চালনা বা গাড়ি চালনার অ্যাক্সিডেন্টের শঙ্কা চিকিৎসায় পরীক্ষামূলক অপারেশনে রোগীর প্রাণ সংহারের আশঙ্কা কিংবা সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণে সরাসরি আহত বা নিহত হবার শঙ্কাগুলো ভার্চুয়াল রিয়েলিটির ন্যায় অবিকল দৃশ্য মডেল এবং পরিবেশ তৈরি করা হয়।
যেগুলো কোন কিছুই বাস্তব নয় আবার বাস্তব না হলেও এগুলো পুরোপুরি বাস্তবের ন্যায় বিধায় প্রশিক্ষণের ক্ষেত্রে বাস্তবতার অভাবে প্রশিক্ষণটি অসম্পূর্ণ বা বিফলতায় পর্যবসিত হয় না৷
একইভাবে এটি শিক্ষা বিনোদনসহ দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে যার মধ্যে প্রধান প্রধান ক্ষেত্রগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ
শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিশুদেরকে বিভিন্ন বিষয়ে আকর্ষণীয়ভাবে শিক্ষা প্রদান করা যায়৷ বর্তমানে উন্নত বিশ্বে শিশুদের শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়৷চিকিৎসাক্ষেত্র এবং ডাক্তারদের প্রশিক্ষণ
উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে৷ বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এমআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপরোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়৷ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করা যায়৷
জটিল সব অপারেশন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলোর গঠন ও কার্য পর্যালোচনা ডিএনএ পর্যালোচনা প্রভৃতি সম্পর্কে ভার্চুয়াল রিয়েলিটিরর কল্যাণে ব্যাপকভাবে জানা ও থবেষণা চালানো সম্ভব৷
নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ রোগ নির্ণয় প্রভৃতি কাজেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে৷
মনোচিকিৎসকগণ মানসিক রোগীদের সাইকোথেরাপি দিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করেন করেন যার ফলে মানসিক রোগীদের জীবন দর্শনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে৷
কার ড্রাইভিং প্রশিক্ষণ
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিংয়ের নানা নিয়ম কানুন খু্ব সহজেই আয়ত্ত করা সম্ভব৷ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের মতো রাস্তায় গাড়ি চালিয়ে প্রশিক্ষণার্থী খুব সহজেই বাস্তবে গাড়ি চালানোর সাহস অর্জন করে দ্রুত গাড়ি চালনা শিখতে পারে৷ বাংলাদেশ পুলিশের মহিলা পুলিশদেরকে ড্রাইভিং শেখানোর জন্য ভার্চুয়াল কার ব্যবহার করা হয়৷বিমান চালনার প্রশিক্ষণ
উন্নত বিশ্বের বাণিজ্যক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে৷ এজন্য ফ্লাইট সিমুলেটর ব্যবহার করা হয়৷ভার্চুয়াল রিয়েলিটি কৌশল প্রয়োগের মাধ্যমে ফ্লাইট সিমুলেশনের ক্ষেত্রে স্বল্প খরচে বিমান চালকদের প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয়৷
ফ্লাইট সিমুলেশন হল এমন একটি পদ্ম যেখানে ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে বিশেষায়িত কম্পিউটার সিস্টেমসমূহ যেমন ফ্লাইট সিমুলেটরসমূহের মাধ্যমে সিভিলিয়ান কিংবা মিলিটারি পাইলটদেরকে সত্যিকারের এয়াক্র্যাফট ছাড়াই সেটি চালানোর প্রশিক্ষণ দেয়া হয়৷
ট্রাফিক ব্যবস্থাপনা
ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিটি যানচালক গুরুত্বপূর্ণ একটি উপাদান৷ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চালকগণ যদি তাদের যান চালনায় পারদর্শী হয় তাহলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব হয়৷রেলপথ এবং জলপথে চলাচলকারী যানের ক্ষেত্রে একইভাবে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়৷ এ পদ্ধতিতে রেল চালককে রেল চালনার রুট জরুরি মুহূর্তে করণীয় বিষয়বলি পূর্বেই শেখানো যায়৷
জলযানের ক্ষেত্রে সঠিক গন্তব্যে সাবধানতার সাথে কীভাবে তা পরিচালনা করা যায় তার কাল্পনিক উপস্থাপনার মাধ্যমে যান চলাচলে গতিশীলতা সৃষ্টি করা সম্ভব৷ বন্দরে জলযানের সার্বিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করাও সম্ভব৷
সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ
বিভিন্ন বিরূপ পরিবেশে শক্রর সাথে মুখোমুখি যুদ্ধে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে৷ অত্যাধুনিক অনেক যুদ্ধাস্ত্র সঠিকভাবে ব্যবহার রাতে যুদ্ধ পরিচালনা শক্রর অবস্থান নির্ণয় ইত্যাদি কাজ নির্খুতভাবে করার জন্য বর্তমানে অনেক দেশের সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে৷ব্যবসায় বাণিজ্যে
ব্যবসায়িক কোন এনভায়রনমেন্ট ভার্চুয়াল ট্যুর নতুন কর্মচারীদের প্রশিক্ষণ কোন প্রোডাক্টের প্রদর্শন ইত্যাদি৷ অনেক ব্যবসায়ে অনেক কম মূল্যে কোন প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সার্ভিস প্রদানের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে৷মহাশূন্য অভিযানে
মহাশূন্য অভিযানের প্রতিটি পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি৷ প্রস্তুতি পর্বর নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা নভোচারীদের কার্যক্রম নভোযান পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় সময় প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ স্থান কনে নিয়েছে৷কাল্পনিক পরিবেশে মহাকাশে গবেষণা পরিচালনার বিষয়গুলো মহাশূন্যে খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো পূর্বেই প্রশিক্ষণ নিতে পারছেন নভোচারীগণ৷
গেমস্ তৈরি
ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বর্তমানে বিভিন্ন আকর্ষণীয় গেমস তৈরি করা হচ্ছে৷ Xbox 360 PS2 এবং কম্পিউটারে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি গেমস্ রয়েছে৷লিনডেন ল্যাবস কর্তৃক সেকেন্ড লাইফ নিনটেনডো এর Wii এবং ইলেক্ট্রনিক আর্টস এর The Sims ইত্যাদি৷
প্রকৌশল ও নগর উন্নয়নে
ভার্চুয়াল রিয়েলিটি প্রকৌশল বিভাগে ত্রিমাত্রিক প্রকল্প দেখতে পারেন এবং কীভাবে করা হয়৷ এর ফলে কোন ডিজাইনে রুটি থাকলে সংশোধন করা যায়৷নগর পরিকল্পনায় ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ঘটিয়ে নগর উন্নয়ন রূপরেখা নগর যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সহজ ও আকর্ষণীয়ভাবে বর্ণনা করা যায়৷
শিল্প কারখানায়
শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় ভার্চুয়াল রিয়েলিটি ও সিমুলেশন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্যের ডিজাইন কিংবা প্রয়োগসমূহের ভার্চুয়ালাইজেশন করা হয়৷এর ফলে প্রকৃত উৎপাদন শুরুর পূর্বে পণ্যের ডিজাইনে কিংবা আউটপুটের যে কোন ক্রটি চিহ্নিত করে তা সংশোধনের মাধ্যমে উপাদান সংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হয়৷
খেলাধুলা ও শরীরচর্চায়
গলফ অ্যাথলেটিক্স (শরীচর্চা) স্কিটিং সাইক্লিং ইত্যাদি খেলায় ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং কিট হিসেবে ব্যবহৃত হয়৷ শরীচর্চায় দক্ষতা পরিমাপ কৌশল বিশ্লেষণের কাজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়৷ এর ফলে খেলোয়াড়দের পোশাক যন্ত্রপাতি এবং কৌশল নির্ধারণ করা যায়৷বিনোদন ও মিডিয়াক্ষেত্রে
বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে৷ ভার্চুয়াল রিয়েলিটি চলচ্চিত্র এবং টেলিভিশনের প্রোগ্রামে নতুন বৈশিষ্ট্য দিয়েছে৷ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে নির্মিত ইংরেজি চ্লচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে The Lawnmower man the matrix torn (1982 Version) The Thirteenth Floor eXistenZ Vanilla Sky ইত্যাদি৷ তাছাড়াও সংগীত বই তৈরি বৈজ্ঞানিক প্রদর্শনী ইত্যাদিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়৷
ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়
জাদুঘরে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়ে থাকে৷ বিভিন্ন ঐতিহাসিক বিষয় যেমন কোন প্রাচীন গুহা ভাস্কর্য ঐতিহাসিক ভবন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতি প্রদর্শনে যাদুঘরে বা বিভিন্ন ঐতিহাসিক গবেষণাতেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে৷এর ফলে যাদুঘরে যেমন আগত দর্শনার্থীরা এ সমস্ত বিষয়গুলো পরিদর্শনে জ্ঞান ও আনন্দ লাভ করতে পারেন তেমনি আধুনিক ঐতিহাসিক গবেষকরাও প্রাচীন পৃথিবী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারেন৷