তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম ব্যাখ্যা কর

যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন কিংবা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। যখন কেউ যোগাযোগ করে কিংবা করতে চায় তখন তাকে কোন না কোন ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য সহযোগীতা নিতে হয়। 
তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম
তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম

আর বহুল ব্যবহৃত হয় এমন ডেটা কমিউনিকেশন মাধ্যম হল দুই ধরনেরঃ
  • তার মাধ্যম (Wire Medium)
  • তার বিহীন বা বেতার মাধ্যম (Wireless Medium) 

তার মাধ্যম কি? 

যে মাধ্যমে ক্যাবল/তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি সংযুক্ত করা হয় তাকে তারবিহীন বা বেতার মাধ্যম বলে।

তারবিহীন বা বেতার মাধ্যম কি?

যে মাধ্যমে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি সংযুক্ত করে যোগাযোগ করা হয় তাকে তারবিহীন বা বেতার মাধ্যম বলে।

তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম ব্যাখ্যা কর?

তার মাধ্যম (Cable Media) এবং তারবিহীন মাধ্যম (Wireless Media) এর মধ্যে তুলনাঃ
  • তথ্য পরিবহণের গতি
  • ব্যান্ডউইথ
  • খরচ
  • গতিশীলতা বা স্থানান্তরের সক্ষমতা
  • ট্রান্সমিশন মাধ্যম
  • নেটওয়ার্ক কাভারেজ এক্সটেনশন
  • প্রয়োগ
  • সার্ভিস কোয়লিটি
  • চ্যানেলের বাধা এবং ডেটা লস

তার মাধ্যমে (Cable Media)

  • উচ্চগতিসম্পন্ন
  • উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করে৷
  • খরচ বেশ কম৷ তারের মূল্য এবং সংশ্লিষ্ট ডিভাইস সুলভ এবং সহজপ্রাপ্য৷
  • ক্যাবল মিডিয়ার নেটওয়ার্কের কার্যকরিতা ক্যাবল সংযোগের উপর নির্ভরশীল বিধায় এটি সংরক্ষিত তার সংযোগ ব্যতীত এখানে নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়৷
  • কপার তার অপটিক ফাইবার ক্যাবল এবং ইথারনেট৷
  • হাব এব সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক কাভারেজের এরিয়া এক্সটেনশন করা যায়৷
  • LAN (ইথারনেট) MAN
  • বেশ ভাল৷
  • ডেটা ট্রান্সমিশনে প্রাকৃতিক কোন বাধা নেই এক তার নেটওয়ার্কের সাথে অন্য তারের নেটওয়ার্ক এর সংযোগ ঘটে না বিধায় ডেটা ট্রান্সমিশনে বাধার সৃষ্টি করে না৷

তারবিহীন মাধ্যমে (Wireless Media)

  • তার বা ক্যাবল মাধ্যমের তুলনায় নিম্নগতিসম্পন্ন৷
  • ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অত্যন্ত দুর্বল বিধায় এটির ব্যান্ডউই তার মাধ্যমের তুলনায় কম৷
  • অত্যন্ত ব্যয়বহুল৷ 
  • এর জন্য ব্যবহৃত ওয়্যারলেস সাবস্ক্রাইবার স্টেশন ওয়্যারলেস রাউটার ওয়্যারলরস একসেস পয়েন্ট এবং এ্যাডাপ্টারসমূহ বেশ দামি সংশ্লিষ্ট ডিভাইসগুলো সহজপ্রাপ্য নয়৷
  • ওয়্যারলেস মাধ্যমে নেটওয়ার্ক ওয়্যারলেস কাভারেজ এরিয়ার মধ্যে স্থির বা চলমান যে কোন অবস্থায় কার্যকর৷
  • ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড৷
  • পরস্পরের সঙ্গে সংযুক্ত একাধিক ওয়্যারলেস বেজ স্টেশন এর মাধ্যমে বিশাল এল্যাকাকে নেটওয়ার্ক কাভারেজের মধ্যে আনা সম্ভব৷
  • WLAN WPN (ব্লুটুথ) ইনফ্রারেড সেলুলার (জি এস এম সিডিএমএ এলটিই ইত্যাদি)।
  • তুলনামূলকভাবে খারাপ কেননা ওয়্যারলেস যন্ত্রপাতির দাম বেশি এবং এর ডেটা প্রসেসিং সেটআপ সময়সাপেক্ষ৷
  • ওয়্যারলেস সিস্টেমের রিসিভার ও ট্রান্সমিটারের মধ্যে যে কোন প্রতিবন্ধকতা থাকলেই তা ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়৷ 
  • এছাড়া প্রাকৃতিক বিরূপ পরিবেশ বাতাসে থাকা বিভিন্ন আয়ন এবং গ্যাসসমূহও ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশনে বাধার সৃষ্টি করে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close