জিগবি হচ্ছে উচ্চস্তরের যোগাযোগ প্রোটোকলগুলোর জন্য IEEE 802.15.4 ভিক্তিক আদর্শমানের একটি প্রযুক্তি। যা কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইসগুলোর মধ্যে প্যান (PAN) বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়।
জিগবি |
জিগবি প্রযুক্তির ব্যবহার?
- হোম অটোমেশন, বিল্ডিং অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে জিগবি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
- ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে জিগবি প্রযুক্তির উল্লেখযোগ্য ব্যবহার পরিলক্ষিত হয়।
- বিভিন্ন মেডিক্যাল ডিভাইসে মেডিকেল ডেটা সংগ্রহে জিগবি প্রযুক্তি ব্যবহৃত হয়।
- ইন্টানেট অফ থিংস বা আইওটি (Internet of Things or IOT) বাস্তবায়নের ক্ষেত্রে কম বিদ্যুৎ শক্তি এবং কম ব্যান্ডউইথের চাহিদাসম্পন্ন ডিভাইসের নেটওয়ার্ক তৈরি করতে জিগবি এর প্রয়োগ পরিলক্ষিত হয়।
- ধূমপান ও ফায়ার শনাক্তকরণ এবং অটোমেটিক মিটার রিডিং এ জিগবি প্রযুক্তির ব্যবহার রয়েছে।