ডেটা হায়ারার্কি কি | ডেটা হায়ারার্কি এর অংশ কয়টি

ডেটাবেজের বিভিন্ন উপাদান যেমনঃ বিট, বাইট, অক্ষর, ফিল্ড, রেকর্ড, ফাইল ইত্যাদির সমন্বয়ে গঠিত কাঠামোকে ডেটা হায়ারার্কি বলে৷ ডেটা হায়ারার্কি হল ডেটার ধারাবাহিক বা প্রশাখা সংগঠন৷

ডেটা হায়ারার্কি
ডেটা হায়ারার্কি

ডেটা হায়ারার্কি এর অংশ কয়টি?

ডেটা হায়ারার্কির প্রধানত ছয়টি অংশ থাকেঃ
  • বিট
  • বাইট
  • বর্ণ বা অক্ষর
  • ফাইল
  • ফিল্ড
  • রেকর্ড

বিট কি?

কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি নামক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়৷ এ পদ্ধতির দুটি সংখ্যা 0 এবং 1৷ আর এই 0 এবং 1 অঙ্ককে সংক্ষেপে Bit বলে বা Binary Digit বলে৷ 

অর্থাৎ বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ক একটি বিট৷ বিট হল ডেটাবেজের ডেটা ইনপুট প্রসেস ও সংক্ষণের ক্ষেত্রে ক্ষুদ্রতম একক৷

বাইট কি? 

কতকগুলা বিট একত্রে যখন একটি অঙ্ক বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে তখন তাকে বাইট বলে৷ ৮টি বিট মিলে একটি বাইট হয়৷ কম্পিউটারের মেমোরির স্থান পরিমাপ করতে বাইটকে একক হিসাবে ধরা হয়৷

বর্ণ বা অক্ষর কি?

অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে অক্ষর বলে৷ যেমনঃ A, B, C, 1, 2, 3, ক, খ, গ, +, -, *  ইত্যাদি হচ্ছে একেকটি ক্যারেক্টার৷ সাধারণত ৮ বিট নিয়ে গঠিত একেকটি অক্ষর৷ যেমনঃ চিহ্নকে 01001000 দিয়ে প্রকাশ করা হয়৷

ফাইল কি?

পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত ডেটা ফাইল বা ফাইল৷ যেমনঃ যেমন শিক্ষার্থীদের ভর্তি ফাইল, এখানে রহিম ও করিম কতকগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত ডেটা ফাইল বা ফাইল৷ 

যেমনঃ শিক্ষার্থীদের ভর্তি ফাইল এখানে রহিম, করিম, আজিজ, সালমা, রনি ইত্যাদি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য থাকে৷

ফিল্ড কি?

রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়৷ ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে৷ একটি ফিল্ডে একই ধরনের ডেটা থাকে৷ যেমনঃ রোল নাম্বার ফিল্ডে বিভিন্ন ছাত্রদের শুধুমাত্র রোল নাম্বার থাকে৷ 

রোল নাম্বার, নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি হল ফিল্ড৷ ডেটাবেজের গুরুত্বপূর্ণ উপাদান হল ফিল্ড৷ ডেটা সাধারণত ফিল্ডে ভেলু হিসেবে সংরক্ষিত থাকে৷

রেকর্ড কি?

সম্পর্কডুক্ত ফিল্ড হল রেকর্ড৷ রেকর্ডে সাধারণত একটি সম্পূর্ণ তথ্য থাকে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close