DBMS এর পূর্ণরুপ কি?
DBMS এর পূর্ণরুপ হল Database Management System বা ডিবিএমএস।DBMS কি?
DBMS হল এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ইত্যাদি পরিচালনার কাজে ব্যবহৃত হয়।DBMS |
যেমনঃ MySQL, PostgreSQL, Microsoft Access, SQL Server, FileMaker, Oracle, dBASE, Clipper, and FoxPro ইত্যাদি।
DBMS এর গুরুত্ব?
DBMS এর সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করা যায়ঃ- নতুন রেকর্ড সংযোজন করা যায়।
- প্রয়োজনে রেকর্ড আপডেট করা যায়।
- অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা যায়।
- ডেটা সংরক্ষণ করা যায়।
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায়।
- ডেটার অনুলিপি (ডুপ্লিকেশন) রোধ করা যায়।
- রিপোর্ট তৈরি করা যায়।
- নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা যায়।
- ডেটার ভূল তথ্য অনুসন্ধান করা ও সংশোধন করা (Debug)।
- সম্পাদনার কাজ সম্পন্ন করা (Edit)।
- সহজে ডেটার সত্যতা ও বৈধতা যাচাই করা (Validation & Verification)।
- সম্পুর্ন ডেটাবেজকে প্রয়োজন অনুয়ায়ী যেকোন ফিল্ডের ভিত্তিতে বিন্যস্ত করা (Sort)।
- রিপোর্ট তৈরি করা ও প্রয়োজনীয় ডেটাবেজের প্রিন্ট নেওয়া (Print)।
DBMS এর সুবিধা?
- রেকর্ডের ভিত্তিতে আধুনিকীকরণ করা সহজে যায়।
- ডেটার বাহুল্য কমায়।
- ডেটার সঠিকতার নিশ্চয়তা প্রদান করা যায় সহজে।
- ডেটাবেজ থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায়।
- বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়।
- খুব সহজেই ডেটা শেয়ার করা যায়।
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায় অর্থাৎ ডেটার অনুমোদিত ব্যবহার রোধ করা যায়।
- ডেটা রিডানডেন্সি দূর করা যায়।
- প্রোগ্রাম ডেটা নির্ভরশীলতা দূর করে।
DBMS এর অসুবিধা?
- ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেজ প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীরগতি সম্পন্ন হয়ে থাকে।
- অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়।
- অধিক ব্যয় সাপেক্ষ হয়ে থাকে।
- কিছু ভুল ডেটা বা উপাত্ত সম্পূর্ণ ডেটাবেজকে প্রভাবিত করতে পারে।
DBMS এর ব্যবহারের কৌশল?
একটি সিস্টেম এককভাবে গড়ে ওঠে না। সিস্টেম হল কতগুলো বিষয়ের সমন্বিত রূপ। তেমনি কতগুলো কম্পিউটার প্রোগ্রামের সমন্বয় ডাটাবেজ সিস্টেম গঠিত হয়।মূলত ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে একটি ইন্টারফেস (উভয়দিক সংযোগ রক্ষাকারী) হিসাবে কাজ করে।
ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন যেমনঃ ডাটা মুছে ফেলা, প্রবেশ, উত্তোলন করা, ও সম্পন্ন করতে অনুরোধ করে।
ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত অনুরোধগুলো DBMS এর মাধ্যমে ডেটাবেজের উপর কার্যকরী করে ব্যবহারকারীরকে প্রয়োজনীয় ডেটা প্রদান করে।
DBMS এর ব্যবহার?
বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে তৈরি ডেটাবেজের বহুমুখী ব্যবহার হচ্ছে ডেটাবেজ ব্যবস্থাপনার কাজ। সাধারণত অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের কাজের হিসাব, বেতন, বিল তৈরি, বেতনের হিসাব ইত্যাদি নানা কাজে ডেটাবেজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।শুধু হিসাব নিকাশ, লেনদেন এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয় শিক্ষা গবেষণা সামাজিক উন্নয়ন, বই, জার্নাল ও সাময়িকীতে সরাসরি খুঁজে সহজে সংরক্ষণ করে প্রয়োজনে অনুসন্ধান ও প্রতিবেদন তৈরিতে ডাটাবেজ ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম।
জনসংখ্যা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি বিষয় ভিত্তিক ক্ষেত্রেও স্বতন্ত্র ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলা যেতে পারে।