ডিজিটাল কনটেন্ট কাকে বলে | ডিজিটাল কনটেন্ট কত প্রকার

ডিজিটাল কনটেন্ট কাকে বলে?

যে কনটেন্ট ডিজিটাল আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয় তাকে ডিজিটাল কনটেন্ট বলে।
ডিজিটাল কনটেন্ট
ডিজিটাল কনটেন্ট

ডিজিটাল কনটেন্ট কত প্রকার?

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোন তথ্য, ছবি, শব্দ কিংবা উভয়ই ডিজিটাল কনটেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়। তবে ডিজিটাল কনটেন্টকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় যেমনঃ
  • টেক্সট বা লিখিত কনটেন্ট
  • ছবি
  • শব্দ বা অডিও এবং
  • ভিডিও ও এনিমেশন

টেক্সট বা লিখিত কনটেন্ট

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত লিখিত তথ্য বা উপাত্তের পরিমাণই বেশি। সব ধরনের লিখিত তথ্য এই শ্রেণীর কনটেন্ট। এর মধ্য রয়েছে নিবন্ধ, ব্লগ পােস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক,শ্বেতপত্র সংবাদপত্র ইত্যাদি।

ছবি

সব ধরনের ছবি, ক্যামেরায় তােলা বা হাতে আঁকা বা কম্পিউটারে তৈরি সকল ধরনের ছবি এই শ্রেণীর কনটেন্ট। তবে এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কন করা, কার্টুন, এনিমেটেড ছবি, ইনফো-গ্রাফিক্স ইত্যাদি।

শব্দ বা অডিও

শব্দ বা অডিও আকারের সকল কনটেন্ট এই প্রকারের অন্তর্ভুক্ত। যেকোন বিষয়ের অডিও ফাইলই অডিও কনটেন্ট এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কনটেন্টের অন্তর্ভুক্ত।

ভিডিও ও এনিমেশন

বর্তমানে মােবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বাড়ছে। ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও বর্তমানে ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে। এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কনটেন্টও ভিডিও কনটেন্টের আওতাভুক্ত হয়ে থাকে। পরিশেষে বলা যায় ডিজিটাল মাধ্যমে তথ্য, ছবি, শব্দ সবই ডিজিটাল কন্টেন্ট।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন