অনুবাদক প্রোগ্রাম কি | অনুবাদক প্রোগ্রাম কত প্রকার ও কি কি

যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রাম (Source Programme) কে যন্ত্রভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রাম (Object programme) এ পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।

অনুবাদক প্রোগ্রাম
অনুবাদক প্রোগ্রাম

মূলত উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নিম্নস্তরের ভাষায় রূপান্তর অন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। কম্পিউটার একমাত্র যত্নভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষা অনুবাদ না করলে তা কার্যকর করতে পারে না।

মেশিনের ভাষা ব্যতীত অন্য যেকোন ভাষায় রচিত প্রোগ্রামকে সোর্স বা উৎস বলে প্রোগ্রাম বলা হয় এবং মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়।


অনুবাদক প্রোগ্রাম কত প্রকার ও কি কি?

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছেঃ
  • কম্পাইলার (Compiler)
  • ইন্টারপ্রেটার (Interpreter)
  • অ্যাসেম্বলার (Assemble)
Next Post Previous Post