অনুবাদক প্রোগ্রাম কি | অনুবাদক প্রোগ্রাম কত প্রকার ও কি কি
যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রাম (Source Programme) কে যন্ত্রভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রাম (Object programme) এ পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
অনুবাদক প্রোগ্রাম |
মেশিনের ভাষা ব্যতীত অন্য যেকোন ভাষায় রচিত প্রোগ্রামকে সোর্স বা উৎস বলে প্রোগ্রাম বলা হয় এবং মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়।
অনুবাদক প্রোগ্রাম কত প্রকার ও কি কি?
তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছেঃ- কম্পাইলার (Compiler)
- ইন্টারপ্রেটার (Interpreter)
- অ্যাসেম্বলার (Assemble)