সার্চ ইঞ্জিন কি | সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি

ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোন তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে৷ বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, আলটাভিসতা ইত্যাদি৷ 
সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের জনক হলেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন৷এককালের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু এর জনক ছিলেন জেরি ইয়াং ও ডেভিড ফেলো৷ পিপীলিকা হচ্ছে বাংলাদেশে তৈরিকৃত প্রথম সার্চ ইঞ্জিন৷

গুগল সার্চ ইঞ্জিন কি?

গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিন বিভিন্ন Algorithm এর মাধ্যমে কাজ করে থাকে। 

আর Algorithm হচ্ছে এক ধরণের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইট ও কিওয়ার্ড ইনপুট দিয়ে থাকে। যেমনঃ Crawling, indexing, searching, ranking এগুলোর মাধ্যমেই গুগল সার্চ ইঞ্জিন কাজ করে।

সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি?

সার্চ ইঞ্জিন প্রধানত তিন প্রকারঃ
  • প্রাইমারি সার্চ ইঞ্জিন
  • সেকেন্ডারি সার্চ ইঞ্জিন ও
  • টার্গেটেড সার্চ ইঞ্জিন

প্রাইমারি সার্চ ইঞ্জিন কি?

সচরাচর আমরা যে সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করি। যেমনঃ গুগল, বিং, ইয়াহু ইত্যাদি। এগুলোই মূলত প্রাইমারি সার্চ ইঞ্জিন। মোটকথা আমরা যে ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি সেটা আসলে প্রাইমারি সার্চ ইঞ্জিনের আওতায় পরে থাকে।

সেকেন্ডারি সার্চ ইঞ্জিন কি?

সেকেন্ডারি সার্চ ইঞ্জিন মূলত ডিরেক্টরি যেমনঃ স্ন্যাপ, এমএসএন, হটবট, ইত্যাদি।

টার্গেটেড সার্চ ইঞ্জিন কি?

টার্গেটেড সার্চ ইঞ্জিন হচ্ছে সেই সকল সফট্‌ওয়্যার যেগুলো শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট কন্টেন্ট খুঁজার কাজে ব্যবহার করা হয়। যেমনঃ এওএল সার্চ, লাইকস ও অল্টা বিস্তা ইত্যাদি।

SERP কি?

SERP হল (Search Engine Result Page) যখন কোন user সার্চ ইঞ্জিনে এসে কোন তথ্য সম্পর্কে জানতে চায় বা সার্চ করে তখন সার্চ ইঞ্জিন তার নিজস্ব ডাটা বেজ থেকে ব্যবহারকারীকে তার অনুসন্ধান সম্পর্কিত যে ফলাফল show করে সেটিই মূলত (SERP)।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিনগুলো বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে কাজ করে৷ রিয়েল টাইম তথ্য বজায় রাখতে সার্চ ইঞ্জিনগুলো মূলত তিনটি পর্যায় বা ধাপকে অনুসরণ করে৷ এগুলো হচ্ছেঃ
  • ওয়েব ক্রলিং
  • ইনডেক্সিং ও
  • রিট্রাইভাল/সার্চিং

ওয়েব ক্রলিং কি?

সার্চ ইঞ্জিনে তথ্য খুঁজে পাওয়ার কাজটি করার জন্য সার্চ ইঞ্জিনগুলো বিশেষায়িত সফটওয়্যার রোবট তৈরি করে৷ এদেরকে বলা হয় স্পাইডার৷ পুরো ওয়েবে ঘুরে বেড়ানো আর সবকিছু লিপিবদ্ধ করাই এদের কাজ৷ আর এই প্রক্রিয়াকেই ওয়েব ক্রলিং বলা হয়৷


সার্চ ইঞ্জিনগুলো ওয়েব ক্রলিংয়ের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পেয়ে থাকে৷ ওয়েব স্পাইডারের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন ফাইল এবং তথ্য পর্যবেক্ষণ করা হয় যেটি একটি স্বয়ংক্রিয় বট৷

ইনডেক্সিং কি?

ক্রাউল হতে প্রাপ্ত সকল ধরনের ডেটাকে গ্রহণ করে সেগুলোকে বৃহদাকার ডেটাবেসে স্থাপনের প্রক্রিয়াটিই হচ্ছে ইনডেক্সিং৷ প্রাপ্ত তথ্যসমূহ হতে একটি সর্বজনীন ডেটাবেস তৈরি করা হয় যা ওয়েব সার্চ ইঞ্জিনগুলোকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে৷

রিট্রাইভাল/সাচিং কি?

ব্যবহারকারী কোন সার্চ ইঞ্জিন প্রবেশ করে কোন কীওয়ার্ড সার্চ করলে সার্চ ইঞ্জিন অতি দ্রুত সেই কীওয়ার্ড সম্পর্কিত ইনডেক্সকৃত ডেটা প্রসেস করে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ওয়েবসাইটের লিংকগুলোকে প্রেরণ করে৷ 

ইনডেক্সিংসের সময় সার্চ ইঞ্জিন সার্চ ফলাফলের জন্য একই কীওয়ার্ড সম্পর্কিত সাইটগুলোর পৃথক তালিকা তৈরি করে৷

সার্চ ইঞ্জিনের ব্যবহার পদ্ধতি?

সার্চ ইঞ্জিন ব্যবহার করা একদম খুব সহজ। প্রথমেই ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেসবারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানাটি লিখতে হয়। এরপর Enter চাপ দিলে সার্চ ইঞ্জিনটি চলে আসে। 
সব সার্চ ইঞ্জিনেই যেটা খোঁজা হবে সেটা লেখার জন্য একটা জায়গা থাকে। 

সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নামটি লিখতে হবে। তারপর Enter চাপ দিলেই যে যে ওয়েবসাইটে সেই কাঙ্ক্ষিক বিষয়টি থাকতে পারে তার একটা বিশাল লিস্ট চলে আসবে। এরপর ঐ তালিকার ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য কালেক্ট করতে পারব।

সার্চ ইঞ্জিন ব্যাকলিংক কি?

সার্চ ইঞ্জিন ব্যাকলিংক হল আপনার ওয়েবসাইটের কোন লিংক যদি অন্য কোন ওয়েবসাইটে থেকে থাকে তবে সেটা আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক। 

আর এটিকে অনেকে আবার রেফার লিংকও বলে থাকেন। গুগল মূলত Natural Backlinks পছন্দ করে থাকে। তবে বর্তমানে Guest Posting ব্যাকলিংক খুব ভাল কাজ করে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন