পোশাক প্রযুক্তি বা ক্লোদিং টেকনোলজি কাকে বলে?

ক্লোদিং (Clothing) শব্দের অর্থ কি?

ক্লোদিং শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। Cloth শব্দের আভিধানিক অর্থ কাপড় এবং Clothing শব্দের শব্দের অর্থ হল কাপড়ের সাহায্যে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করা। 

পোশাক প্রযুক্তি
পোশাক প্রযুক্তি

ক্লোদিং (Clothing) কি?

পোশাক তৈরির সাথে সম্পর্কযুক্ত সকল প্রকার কলাকৌশলেই হল ক্লোদিং। 

কাপড় তৈরি করতে যেমন টানা ও পড়েন সুতা প্রয়োজন হয় তেমনি পোশাক প্রস্তুত করতে বিভিন্ন ধরনের কাপড় এবং (Accessories) অ্যাকসেসরিসের প্রয়োজন হয়। 

গার্মেন্টস শব্দের অর্থ কি?

গার্মেন্টস শব্দের অর্থ হল পোশাক এবং অ্যাপারেলস শব্দের অর্থ হল পোশাকের ফ্যাশনের বা ডিজাইন (Fashion or Design)

পোশাক প্রযুক্তি বা ক্লোদিং টেকনোলজি (Clothing Technology) কাকে বলে?

পোশাক তৈরির সাথে সম্পর্কযুক্ত যেকোন প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার এবং তৎসম্পর্কিত যাবতীয় কলাকৌশলকে পোশাক প্রযুক্তি বা ক্লোদিং টেকনোলজি বলে।

Next Post Previous Post