গার্মেন্টস স্যাম্পলের সমস্যা কি কি?

স্যাম্পল কি?
একটি জিনিসকে অনুসরণ করে যদি ঠিক একই রকম আর একটি জিনিস তৈরি করা হয় তাই স্যাম্পল

গার্মেন্টস স্যাম্পলের সমস্যাগুলো হলঃ
  • প্রিন্টিং প্রবলেম (Printing Problem)
  • কালার প্রব্লেম (Colour Problem)
  • প্রিন্টিং কোয়ালিটি প্রবলেম (Printing Quality Problem) 
  • কেয়ার লেবেল প্রবলেম (Care label) 
  • এক্সেসরিজ প্রবলেম (Accessories Problem)
  • ব্র্যান্ড লেভেলিং প্রবলেম (Brand Lavelling Problem)
  • স্টাইল প্রবলেম (Style Problem)
  • মেজারমেন্ট প্রবলেম (Measurement Problem)
  • কোয়ালিটি প্রবলেম (Quality Problem)

প্রিন্টিং প্রবলেম (Printing Problem) কি?

প্রিন্টিং সমস্যা বলতে বায়ারের চাহিদা ব্যতীত অন্য কোন প্রিন্ট বসিয়ে দেওয়া গার্মেন্টস স্যাম্পলের মধ্যে।

প্রিন্টিং প্রবলেম

প্রিন্টিং এ যে সমস্যা গুলো বেশি হয় যেমনঃ
  • প্রিন্টিং ফল্ট থাকা।
  • প্রিন্টিং এর মেজারমেন্ট সঠিক না হওয়া।
  • প্রিন্টিং এর ইলাস্টিক সঠিক না থাকা।
  • প্রিন্টিং এর সাইজ গ্রেডিং সমস্যা হওয়া।
  • প্রিন্ট পোশাকের বডিতে ঠিকমতো না বসা।
  • প্রিন্টিং এর সাইজ বিভিন্নতর হওয়া।
 

কালার সমস্যা
কালার প্রবলেম

কালার প্রবলেম (Colour Problem) কি?

কালার সমস্যা বলতে বায়ার যে স্যাম্পল দিয়েছে সেই স্যাম্পলের সাথে তৈরিকৃত পোশাকের কালার ম্যাচ না হওয়া। 

প্রিন্টিং কোয়ালিটি প্রবলেম (Printing Quality Problem) কি?

বায়ার স্যাম্পল তৈরি করার জন্য যে কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দিয়েছে। স্যাম্পল তৈরি করার পর যদি বায়ারের প্রিন্ট কোয়ালিটি আর স্যাম্পলে প্রিন্ট কোয়ালিটি ম্যাচ না করে তবে তাকে প্রিন্টিং কোয়ালিটি প্রবলেম (Printing Quality Problem) বলে।

কেয়ার লেবেল প্রবলেম (Care label) কি?

প্রস্তুতকৃত গার্মেন্টস স্যাম্পল তৈরি করার সময় যে কেয়ার লেবেল ব্যবহার করা হয় ঐ কেয়ার লেভেলে যদি কোন তথ্যাবলী ভুল থাকে তবে তাকে কেয়ার লেবেল প্রবলেম (Care label) বলে। 


কেয়ার লেবেল প্রবলেম (Care label) এ সমস্যা গুলো সচারাচর হয়ঃ
অন্য বায়ারের কেয়ার লেবেল ব্যবহার করা। 
কেয়ার লেবেল এর সাইজ ছোট বড় হওয়া। 
মোটকথা কেয়ার লেবেলে যে নির্দেশাবলী দেওয়া থাকে তা সঠিক না থাকাই হল কেয়ার লেবেলের সমস্যা। 

এক্সেসরিজ প্রবলেম (Accessories Problem) কি?

গার্মেন্টস স্যাম্পল তৈরি করার জন্য অনেক ধরনের এক্সেসরিজ ব্যবহার করা হয়। এই এক্সোসরিস ছাড়া গার্মেন্টস স্যাম্পল সম্পূর্ণরূপে তৈরি করা সম্ভব নয়। 

তাই বায়ারের চাহিদা অনুযায়ী এক্সেসরিজ স্যাম্পলে না দিয়ে অন্যরকম এক্সেসরিজ দেওয়া , আবার এক্সেসরিজ এর কোয়ালিটি সম্পন্ন না হলে এই সমস্যা হয়।


ব্র্যান্ড লেভেলিং প্রবলেম (Brand Lavelling Problem) কি?

গার্মেন্টস স্যাম্পল তৈরি করার সময় বায়ার যে ব্রান্ড লেবেল দিয়েছে সেই ব্রান্ড ব্যবহার না করে অন্য বায়ারের দেওয়া ব্রান্ড লেভেল ব্যবহার করা অথবা ব্র্যান্ড লেভেলের যে তথ্য দেওয়া থাকে তা সঠিক না হলে এই সমস্যা হয়।

স্টাইল প্রবলেম (Style Problem) কি?

বায়ার যখন মার্চেন্ডাইজার কে প্রস্তুতকৃত স্যাম্পল এর আর্টওয়ার্ক দেয় তখন স্যাম্পল এ কি কি স্টাইল থাকবে তা উল্লেখ করা থাকে। 

গার্মেন্টসে স্যাম্পল প্রস্তুত করার সময় বায়ারের দেওয়া আর্টওয়ার্ক স্টাইল এর সাথে প্রস্তুতকৃত স্যাম্পল এর মিল না থাকলে এই সমস্যা হয়।

ফেব্রিক কোয়ালিটি সমস্যা
কোয়ালিটি সমস্যা


কোয়ালিটি প্রবলেম (Quality Problem) কি?

স্যাম্পল কোয়ালিটি প্রবলেম বলতে প্রস্তুতকৃত স্যাম্পল এর মাঝে বিভিন্ন ধরনের ফল্ট বা ত্রুটি পাওয়া গেলে এই সমস্যা হয়।

নিচে কোয়ালিটি প্রবলেম (Quality Problem) এর ফল্ট গুলো উল্লেখ করা হলঃ
  • মিস ইয়ার্ন
  • ওয়াল স্পট
  • ব্রকেন স্টিচ
  • আয়রন স্পট
  • সাইড আপ ডাউন
  • ডাবল সুইং

উইথ প্রবলেম (Width Problem) গুলো হলঃ
ফেব্রিকের একপাশে পাতলা একপাশে মোটা।
প্রতিটি স্যাম্পলের সাইজ অনুযায়ী বায়ার নির্দিষ্ট উইথ দিয়ে থাকেন। কিন্তু বায়ার যে উইথ চেয়েছে সেই উইথ না এ সমস্যা হয়ে থাকে। 

বায়ার মূলত কাস্টমারের সাইজ অনুযায়ী উইথ দিয়ে থাকে। আর বায়ারের দেওয়া উইথ এর সাথে গার্মেন্টসে স্যাম্পল উইথ আলাদা থাকাই হল উইথ প্রবলেম।

মেজারমেন্ট প্রবলেম


মেজারমেন্ট প্রবলেম (Measurement Problem) কি?

স্যাম্পল বিভাগের সব থেকে বেশি গুরুত্ব সহকারে এই মেজারমেন্ট প্রবলেম কে দেখা হয়। কারণ স্যাম্পল এর মেজারমেন্ট এ কোন সমস্যা হলে বায়ার তা কখনোই ক্রয় করবেনা।

Measurements problem বলতে বায়ার স্যাম্পল তৈরি করার জন্য যে আর্টওয়ার্ক দিয়ে থাকে সেখানে measurement chart দিয়ে থাকে ( chest-50”, chast width-35”, back width-38”, hem-2”, shoulder to shoulder-42”) ইত্যাদি বিভিন্ন মাপে স্যাম্পল তৈরি করতে হয়। যদি কোন কারণে এই মাপ গুলো সঠিক না হয়ে ভুল হয় তখন তাকে Measurements problem বলে।

মেজারমেন্ট প্রবলেম বলতে বায়ার স্যাম্পল তৈরি করার জন্য একটি আর্টওয়ার্ক দিয়ে থাকে, সেখানে পোশাকের বডির বিভিন্ন মেজারমেন্ট থাকে যেমনঃ
  • চেস্ট (Chast) এর মেজারমেন্ট
  • লং (hight) মেজারমেন্ট
  • উইথ (Width) মেজারমেন্ট
  • সোল্ডার (Shilder) মেজারমেন্ট ইত্যাদি দেওয়া থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close