কার্ডিং কাকে বলে | কার্ডিং এর উদ্দেশ্য | কার্ডিং এর গুরুত্ব

কার্ডিং মেশিন কি?
সুতা তৈরির ধারাবাহিকতায় একটি স্পিনিং মিলে মেশিনের ক্রমানুসারে ব্লো-রুমের পরেই যে মেশিনের অবস্থান সেটি হল কার্ডিং মেশিন।

কার্ডিং কাকে বলে?
কাছাকাছি অবস্থিত দুটি বিপরীতমুখী ওয়্যার দ্বারা আবৃত চলমান পৃষ্ঠের আঁচড়ানোর ফলে আঁশসমূহ সমান্তরাল ও একক আঁশর পর্যায়ে চলে আসে ফলে কটন আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্যসমূহ দূর করতে সাহায্য করে ও পরিষ্কার দড়ির আকৃতির স্লাইভার তৈরি করে একই কার্ডিং বলে।

কার্ডিং মেশিন
কার্ডিং মেশিন

কার্ডিং মেশিন কাকে বলে?
আর যে মেশিন আঁশসমূহকে খুলে একক আঁশের পর্যায়ে নিয়ে আসে ও অবশিষ্ট সমস্ত অপদ্রব্য দূর করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় তাকে কার্ডিং মেশিন বলে।

কার্ডিং এর উদ্দেশ্য?

  • ব্লো-রুম থেকে প্রাপ্ত ল্যাপকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে খুলে আঁশকে একক পর্যায়ে নিয়ে আসে।
  • পরবর্তী প্রক্রিয়ার সুবিধার জন্য আঁশকে আংশিক সোজা ও সমান্তরাল করা।
  • প্রয়োজনে আঁশসমূহ মিক্সিং ও ব্লেন্ডিং করা। 
  • ব্লো-রুমের প্রক্রিয়ার পর তুলা আঁশে অবশিষ্ট ময়লা, ধুলাবালি, তুলার ভাঙা ও অন্যান্য অপদ্রব্য আঁশ হতে সম্পূর্ণভাবে দূর করা হয়। 
  • ব্লো-রুমের সৃষ্ট অপরিপক্ক আঁশ হতে তৈরি নেপসসমূহ কার্ডিং প্রক্রিয়ায় দূর করা।
  • পরবর্তী প্রক্রিয়ার উপযোগী একক দৈর্ঘ্যের সম ওজনের ও সমান্তরাল আঁশযুক্ত স্লাইভার তৈরি করা।
  • মূল আঁশের মধ্য অবস্থিত মাত্রাতিরিক্ত ক্ষুদ্র আঁশকে দূর করা।

কার্ডিং এর গুরুত্ব?

অপদ্রব্যযুক্ত যেকোন ধরনের আঁশেরই সুতা তৈরির জন্য প্রথমে অপদ্রব্য মুক্ত করা প্রয়োজন। কাজেই স্পিনিং লাইনে প্রথমে ব্লো-রুম লাইনের বিভিন্ন মেশিনের মাধ্যমে আংশিক অপদ্রব্য দূর করার পর দ্বিতীয় ধাপে কার্ডিং মেশিন অবশিষ্ট অপদ্রব্য দূর করে আঁশকে অপদ্রব্য মুক্ত করে। 

অপদ্রব্য মুক্ত করার পাশাপাশি প্রতিটি আঁশকে একক আঁশের পর্যায়ে নিয়ে এসে সুতা তৈরির প্রাথমিক ধাপ স্লাইভার তৈরি করা প্রয়োজন, যা কার্ডিং মেশিন করে থাকে। 

এরপর কটন কটন অর্থাৎ তুলায় একটি নির্দিষ্ট পরিমাণে অপদ্রব্য থাকে এবং এই অপদ্রব্য প্রাথমিক ধাপে ব্লো-রুমে আংশিক দূর করার পর কার্ডিং মেশিন পুরোপুরি অপদ্রব্য দূর করে সুতা তৈরির উপযোগী করে তোলে। 

আর অপদ্রব্য মুক্ত না করলে উক্ত আঁশ দ্বারা সুতা তৈরি করা সম্ভব হয় না। কার্ডিং মেশিন সর্বশেষ যে কাজটি করে তা হল সুতা তৈরির প্রাথমিক ধাপ হিসেবে স্লাইভার তৈরি করা। নিচে কার্ডিং এর গুরুত্ব দেওয়া হলঃ
  • আঁশসমূহকে খুলে একক আঁশের পর্যায়ে নিয়ে আস।
  • পূর্বের মেশিন হতে প্রাপ্ত আংশিক অপদ্রব্যযুক্ত আঁশসমূহকে পূনরায় অপদ্রব্য মুক্ত করা। 
  • কার্ডিং এর মাধ্যমে কিছুটা মিক্সিং ও ব্লেন্ডিং হয়।
  • তুলা আঁশসমূহ হতে অনাকাঙ্ক্ষিত ক্ষুদ্র আঁশ ও নেপস ইত্যাদি দূর করা হয়। 
  • আঁশসমূহকে আংশিক সোজা ও সমান্তরাল করে পরবর্তী প্রক্রিয়ার জন্য অর্থাৎ সুতা তৈরির উপযোগী করা হয়। 
  • সুতা তৈরির প্রাথমিক ধাপ হিসেবে সুষম ও সমান্তরাল আঁশের স্লাইভার তৈরি করা হয়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন