লেবেল কি | মোটিফ কি | লেবেল ও মোটিফের গুরুত্ব

লেবেল
লেবেল

লেবেল কি?
পোশাকের মধ্যে কোন না কোন লেবেল না লাগিয়ে তা বিক্রি করা যায় না, বিশেষ করে পোশাক রপ্তানির ক্ষেত্রে পোশাকের মধ্যে লেবেল থাকা বাধ্যতামূলক। 

পোশাকের মধ্যে লাগানো একটি অংশ বা কম্পোনেন্ট যাতে ঐ পোশাক সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে তাকে লেবেল বলে। যেমনঃ পোশাকটির সাইজ, আঁশের ধরণ, পরিচর্যা সংক্রান্ত তথ্য, কোন দেশের, কোন কোম্পানির তৈরি, ট্রেড মার্ক ইত্যাদি। 

মোটিফ কি?

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্য পোশাকের বাহিরের দিকে যে বিশেষ অংশ বা কম্পোনেন্ট পোশাকের সাথে লাগানো হয় তাকে মোটিফ বলে। মোটিফের মধ্যে কখনো কখনো কোম্পানির নাম, ট্রেড মার্ক বা বিভিন্ন প্রকার সংকেত থাকতে পারে।


লেবেল এবং মোফিটের গুরুত্ব?

বাজারে পোশাক বিক্রয় করতে হলে অব্যশই পোশাকের লেবেল থাকা খুবেই গুরুত্বপূর্ণ। কারণ হল ক্রেতা অবশ্যই তার পছন্দের পোশাকটির বিভিন্ন তথ্য জানতে চাইবে। যেমন বলা যায় পোশাকটির সাইজ কত তা জানা না গেলে কোন ক্রেতাই সেটা ক্রয় করতে সক্ষম হবে না। 

আবার পোশাকটি কোন পোশাক আঁশ দ্বারা তৈরি সেটাও জানা দরকার কেননা পোশাকটি আরামদায়ক কিনা এবং টেকসই কী রকম হবে তা আঁশের ধরনের উপর নির্ভরশীল।

পোশাক কিভাবে পরিচর্যা করতে হবে তা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা ব্যবহারকারী পোশাকটি কিভাবে পরিষ্কার করবে, কিভাবে ইস্ত্রি করবে এবং কিভাবে শুকাবে সেটাও জানা প্রয়োজন। সঠিকভাবে পরিচর্যা না করলে পোশাক ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। 

পোশাকটি কোন দেশের তৈরি তা জানা না থাকলে ক্রেতা সহজে পোশাক ক্রয় করতে চায় না। আবার কোম্পানির নাম ও ট্রেড নাম পোশাক বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক বাজারে পোশাকের রপ্তানি করতে গেলে অব্যশই লেবেল সংযোজন করতে হবে। 

পোশাকে লেবেল ছাড়া কোন ক্রেতাই কোন পোশাক ক্রয় করতে চাইবে না। আর একটি পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকে মোফিফ সংযোজন অপরিহার্য হয়ে দাঁড়ায়। মোটিফে কখনো কোম্পানির নাম, ট্রেড মার্ক বা বিভিন্ন প্রকার সংকেত থাকতে পারে। মোটিফ দ্বারা একদিকে যেমন পোশাক রপ্তানির ক্ষেত্রেও মোটিফের গুরুত্ব অপরিহার্য।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close