ডবি তাঁত কি | ডবি তাঁত কত প্রকার

ডবি তাঁত কি?
হস্তচালিত তাঁত সাধারণত কাঠের তৈরি। বেশি সংখ্যক ঝাঁপ এই ডবি বা ডাঙ্গির সাহায্যে ওঠানামা করতে অসুবিধাজনক এবং ডাঙ্গিগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। 

অতএব এই ডবি তাঁত দ্বারা সহজে সাধারণ ঠকঠকি তাঁতের পাড়ের উপর নানা প্রকার ছোট ছোট নকশা হয়ে থাকে যেমনঃ হাঁস, ভোমরা, রাজমহল, গোলাপ ফুল ইত্যাদি। 

শান্তিপুর, রাজবলহাট, ঢাকা মিরপুর ও টাংগাইল ইত্যাদি অঞ্চলে এই ডবি খুব বেশি প্রচলন। এই ডাঙ্গাবিশিষ্ট দেশি ডবিতে মাত্র একই রকমের নকশা হয়ে থাকে। অতএব উপরে লিখিত নানা প্রকার নকশার জন্য আলাদা আলাদা ডবির প্রয়োজন।
ডবি তাঁত
ডবি তাঁত

ডবি তাঁত কত প্রকার?

ডবি তাঁত দুই প্রকারঃ
  • দেশি তাঁত
  • বিদেশি তাঁত

পাড়ে অপেক্ষাকৃত বড় নকশা তুলতে যে সমস্ত ডিজাইন সাধারণ তাঁতে পায়ে ঝাঁপ টিপে বোনা যায় না, তা বুনতে এবং বহুসংখ্যক ঝাঁপ ওঠানামা করে সুন্দর সুন্দর নকশার বিছানার চাদর, ঢ়াকনি, টেবিল ক্লথ, সুজনি ইত্যাদি বুনতে বিদেশি ডবিই উত্তম। কারণ হল দেশি ডবির ডাঙ্গির পরিবর্তে বিদেশি ডবিতে লোহার হুক থাকে। 

অতএব ডাঙ্গির চেয়ে লোহার হুকের শক্তি অনেক বেশি থাকে। অতএব ডাঙ্গির চেয়ে লোহার হুকের শক্তি যথেষ্ট বেশি। বর্তমানে বিদেশি ডবিকে অনুসরণ করে আমাদের দেশেও লৌহনির্মিত ডবি বহুল পরিমাণে প্রস্তুত হচ্ছে। 

জ্যাকার্ড তাঁতে যেমনঃ ডিজাইন অনুযায়ী কার্ড কেটে নানা প্রকার নকশা বোনা হয় এই লৌহ নির্মিত ডবিতেও ল্যাটিচের প্রতি লাগে ডিজাইন অনুযায়ী কার্ড কেটে নানা প্রকার নকশা বোনা হয় এই লৌহ নির্মিত ডবিতেও ল্যাটিচের প্রতি ল্যাগে ডিজাইন অনুযায়ী পেগ্ পরিবর্তন করে ইচ্ছামত নানা প্রকার নকশা বোনা হয়ে থাকে। 

ডিজাইনের রিপিটে যতটা খেই থাকে ল্যাটিচেও ততখানা ল্যাগের প্রয়োজন। যত হুকের ডবি, ল্যাগের গায়ে তততা গর্ত থাকে। আর প্রত্যকটি হুকে এক একটি ঝাঁপ উঠানামা করে। ডিজাইন অনুযায়ী উক্ত গর্তগুলো পেগ (Peg) বসানো থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন