নিটিং কাপড়ের বৈশিষ্ট্য?

নিটিং কাপড়
নিটিং কাপড়

নিটিং কাপড়ের বৈশিষ্ট্যঃ
  • এ কাপড় খুব আরামদায়ক। 
  • এ কাপড়ে ভাঁজ পড়ার সম্ভাবনা কম।
  • নিটেড কাপড়ের দাম অনেক কম।
  • নিটিং কাপড়ের ওজন জিএসএম এ প্রকাশ করা হয়। 
  • এ কাপড়ে বায়ু প্রবেশ করতে পারে।
  • এ কাপড় টেকসই হয় বেশি। 
  • এ কাপড় সাধারণ বয়ন কাপড়ের তুলনায় ভারী।
  • নিটেড কাপড় উচ্চ স্থিতিস্থাপক ফলে অধিক প্রসারিত হয়।
  • এ কাপড় অধিক জলীয় বাষ্প শোষণ করতে পারে।
  • নিটেড কাপড় সাধারণত ইচ্ছামাফিক হালকা বা খাপি করা যায়।
  • নিটেড কাপড় দেহ বা অঙ্গের হুবহু আকৃতি অনুযায়ী তৈরি করা যায়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close