EPZA এর পূর্ণরুপ | রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ কি

EPZA এর পূর্ণরুপ?
EPZA এর পূর্ণরুপ হল Export Processing Zone Authority বা EPZA অথবা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ।
EPZA
EPZA


রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ (EPZA) কি?

বাংলাদেশে রপ্তানিমুখী শিল্প স্থাপনের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর নগরে এবং ঢাকার অদূরে সাভার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা গড়ে তোলা হয়েছে। এছাড়া খুলনা ও উত্তরবঙ্গে এধরণের প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপনের পরিকল্পনা রয়েছে। 

আর এ নির্দিষ্ট এলাকায় স্থাপিত শিল্পকারখানাগুলোতে প্রয়োজনীয় কর সুবিধা, শুল্কমুক্ত আমদানি-রপ্তানি, কারখানা ভবন, গুদামঘর ইত্যাদি নানা রকম সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়। আর এ এলাকায় শতকরা একশভাগ মালিকানাধীন পুঁজির বিনিয়োগ সুবিধা অনুমোদিত। 

ইপিজেড এর কর্তৃপক্ষ এবং এখানকার প্রকাশনাগুলো রপ্তানিমুখী শিল্প সম্পর্কিত ব্যবসায়ের ধারণা প্রদান করে থাকে।
Next Post Previous Post