পরিবেশ কি | পরিবেশের বৈশিষ্ট্য

পরিবেশ কি?
পরিবেশ হল পারিপার্শ্বিক অবস্থা। পারস্পারিক যেসব দৃশ্যমান ও অদৃশ্যমান উপাদানসমূহ মানুষের জীবন ও জীবিকার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে পরিবেশ বলে। 

পরিবেশ
পরিবেশ

সহজভাবে বলা যায় যেসব পারিপার্শ্বিক দৃশ্য ও অদৃশ্য অবস্থা বা উপাদান বা উপকরণ মানুষের জীবনযাত্রা কর্মধারার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সম্মিলিতভাবে তাই হচ্ছে পরিবেশ। পরিবেশ সুষ্ঠু কর্মপ্রচেষ্টা বৃদ্ধি করে সুষ্ঠু চিন্তা ধারা গড়ে তোলে এবং জীবনযাত্রার মানকে উন্নত করে। 

পরিশেষে বলা যায় যে, মানুষ যে পারস্পরিক অবস্থার মধ্যে বাস করে এবং দৃশ্যমান ও অদৃশ্যমান যেসকল প্রাকৃতিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উপাদান তার জীবন যাপনের ধারাকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে এক কথায় তাকে পরিবেশ বলে। 

পরিবেশের বৈশিষ্ট্য?

  • অঞ্চলভেদে পরিবেশের ভিন্নতা আছে। 
  • পরিবেশ হল কতগুলো শক্তি বা সত্তার রুপ।
  • পরিবেশ মানুষসহ সকল প্রাণীকুলের চরিত্র সৃষ্টিকারী উপাদান।
  • পরিবেশ শক্তি ও সত্তাগুলোর বাহ্যিক দিক থেকে আসে। 
  • পরিবেশ যে কোনো উন্নয়ন প্রক্রিয়াকে প্রবাহিত করে। 
  • পরিবেশ প্রাণিকুলের পাঠশালা। 
  • পরিবেশের কার্যক্রমগুলো প্রাসঙ্গিক। 
  • পরিবেশ সবসময় মানুষ, জীবজন্তু, কীটপতঙ্গ ইত্যাদি সকলের উপর প্রতিনিধিত্ব করে। 
Next Post Previous Post
banner