একটি শার্টের বিভিন্ন অংশের নাম?

শার্ট আমাদের সকলে পরিচিত একটি পোশাক। বর্তমান এই আধুনিক যুগে নারী পুরুষ উভয়ই শার্ট পরিধান করতে পছন্দ করেন।
শার্টের বিভিন্ন অংশ
শার্টের বিভিন্ন অংশ
নিচের একটি শার্টের বিভিন্ন অংশ বা কম্পোনেন্ট দেওয়া হলঃ
  • কলার (Collar)
  • ইয়োক (Yoke)
  • স্লিভ (Sleeve)
  • আর্মহোল (Armhole)
  • পকেট (Pocket)
  • আপার ফ্রন্ট (Upper front)
  • লোয়ার ফ্রন্ট (Lower front)
  • টপ সেন্টার (Top centre)
  • পকেট ফ্ল্যাপ (Pocket Flap)
  • কাফ (Cuff)
  • প্লাকেট (Placket)
  • আপার ফ্রন্ট ফেসিং (Upper Front Facing) 
  • লোয়ার ফ্রন্ট ফেসিং (Lower Front Facing) 
  • বডি ব্যাক (Body Back)
  • বটম (Bottom)

শার্ট তৈরিতে ব্যবহৃত মেশিন গুলোর নাম কি কি?

শার্ট তৈরিতে যে মেশিন গুলো প্রয়োজন হয়ঃ
  • ফিড অফ দ্যা আর্ম সুইং মেশিন
  • ওভার লক সুইং মেশিন
  • প্লেইন সুইং মেশিন
  • ফ্লাট লক সুইং মেশিন
  • বাটন হোলিং মেশিন
  • বাটন অ্যাটাসিং মেশিন
  • ফিড অফ দ্যা আর্ম সুইং মেশিন

শার্ট তৈরিতে বিভিন্ন ট্রিমিং?

শার্ট তৈরিতে ট্রিমিংগুলো হলঃ
  • লাইনিং
  • ইন্টারলাইনিং
  • মোটিফ
  • সুইং থ্রেড
  • বাটন
  • লেবেলঃ মেইন লেবেল, সাইজ লেবেল, কেয়ার লেবেল
আরও পড়ুনঃ কোন ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম | কোন ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম

শার্ট তৈরিতে বিভিন্ন এক্সেসোরিজ?

শার্ট তৈরিতে এক্সেসোরিজঃ
  • প্লাস্টিক কলার ইনসার্ট
  • হ্যাং ট্যাগ
  •  ট্যাগ পিন
  • প্রাইজ টিক
  • টিস্যু পেপার
  • নেক বোর্ড
  • ব্যাক বোর্ড
  • পলি ব্যাগ
  • হাংগার
  • সেফটি স্টিকার
  • কার্টুন
  • ব্যাটার ফ্লাই
  • গাম টেপ ইত্যাদি।
Next Post Previous Post