প্রিন্টিং (Printing) কাকে বলে?
প্রিন্টিং হল এমন একটা প্রসেস যা কেমিক্যালের সাহায্যে কাপড়ের উপর নির্দিষ্ট ডিজাইন অনুসারে বিভিন্ন রং (পিগমেন্টস, ডাইজ অথবা অন্যান্য ম্যাটেরিলাস) প্রতিফলিত করা হয় তখন তাকে প্রিন্টিং বলে।
|
প্রিন্টিং ফেব্রিক |
প্রিন্টিং কত প্রকার?
প্রিন্টিং এর প্রকারভেদ গুলো হলঃ
- ব্লক প্রিন্টিং (Block Printing)
- অল অভার প্রিন্টিং (All Over Printing)
- ফ্লক প্রিন্টিং (Flock Printing)
- গ্লিটার প্রিন্টিং (Glitter Printing)
- বাটিক প্রিন্টিং (Batik Printing)
- সাবলিমেশন প্রিন্টিং (Sublimation Printing)
- ফয়েল প্রিন্টিং (Foil Printing)
- রাবার প্রিন্টিং (Rubber Printing)
- স্ক্রিন প্রিন্টিং (Screen Printing)
- রোলার প্রিন্টিং (Rollar Printing)
- স্টেনসিল প্রিন্টিং (Stainseal Printing)
- পিগমেন্ট প্রিন্টিং (Pigment Printing)
- ট্রান্সফার প্রিন্টিং (Transfer Printing)
ব্লক প্রিন্টিং (Block Printing) কি?
ব্লক প্রিন্টিং এ কিছু নকশা কাটা কাঠের টুকরা ব্যবহার করা হয়। এবং প্রিন্টিং করার জন্য প্রিন্টিং পেষ্টও তৈরি করে নিতে হয়।
অল অভার প্রিন্টিং (All Over Printing) কি?
নিট কিংবা ওভেন ফেব্রিকের উপর স্ক্রিন বা রোলারের মাধ্যমে যে নকশা ফুটিয়ে তোলা হয় তাকে অল অভার প্রিন্টিং বলা হয়।
ফ্লক প্রিন্টিং (Flock Printing) কি?
কটন, উল, নাইলন সহ বিভিন্ন ফাইবারকে ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয় একে ফ্লক বলা হয়। ফেব্রিকের উপর এডহেসিভ/আঠা লাগিয়ে ফ্লক ছড়িয়ে দেওয়া হয় যাকে ফ্লক প্রিন্টিং বলে।
গ্লিটার প্রিন্টিং (Glitter Printing) কি?
গ্লিটার প্রিন্টিং অনেকটা ফ্লক প্রিন্টিং এর মত। শুধু ফ্লকের জায়গায় গ্লিটার ব্যবহার করা হয়।
বাটিক প্রিন্টিং (Batik Printing) কি?
বাটিক প্রিন্টিং এর প্রধান উপাদান হল গলিত মোম। এই মোমকে ফেব্রিকের উপর নকশা অনুযায়ী ঢালা হয় এবং ঠান্ডা করে ওই ফেব্রিককে রং এর মধ্যে ডুবানো হয়। মোম দ্বারা আবৃত অংশে রং ঢুকতে পারে না। পরে মোম তুলে ফেলা হয় এবং নকশা সহজে ফুটে ওঠে।
সাবলিমেশন প্রিন্টিং (Sublimation Printing) কি?
ট্রান্সফার পেপারে সাবলিমেশন প্রিন্ট করা হয়। পরে এই প্রিন্ট করা কাগজ ফেব্রিকের উপর রেখে তাপ ও চাপ দেওয়া হয়। যার ফলে কাগজে যে প্রিন্ট থাকে তা ফেব্রিকের মধ্যে চলে আসে।
ফয়েল প্রিন্টিং (Foil Printing) কি?
ফয়েল প্রিন্টিং এর জন্য দরকার ফয়েল পেপার, আঠা, তাপ ও চাপ। নকশা অনুযায়ী ফেব্রিকের উপর আঠা লাগানো হয়। এরপর ফয়েল পেপার বসিয়ে তাপ ও চাপ প্রয়োগ করে এই ফয়েল প্রিন্টিং করা হয়।
ভালো
উত্তরমুছুনঅনেক সুন্দর হয়েছে
উত্তরমুছুনফ্লক প্রিন্ট গ্লিটার প্রিন্ট দুটি সম্পন আলাদা
উত্তরমুছুন