সিলিকন সফেনার কি | সিলিকন সফেনারের টেস্টিং পদ্বতি

সিলিকন সফেনার কি?
সিলিকন হল চার্জ বিহীন একটি সফেনার। যা তরল অবস্থায় পাওয়া যায়।

সিলিকন সফেনার দেখতে কেমন?
সিলিকন সফেনার দেখতে ঘন পানির মতো। এটি সাধারনত সেলুলজিক বা ব্লেড সেলুলজিক ফাইবার। 

সিলিকন সফেনারের বৈশিষ্ট্য?

  • সিলিকন সফেনার সবচেয়ে বেশি দাগ প্রবন সফেনার।
  • এ সফেনার দিয়ে মেশিন চালানোর সময় অনেক ফেনা তৈরি হয়।
  • কটন, পলিস্টার ও ভিসকোস যেকোন ব্লেন্ড আইটেমে সিলিকন সফেনার ব্যবহার করা যায়।
  • সিনিকন সফেনার দিয়ে কাপড়ের সাইনিং বাড়ানো যায়।
  • এটি হাইড্রোফোবিক সফেনার।
  • এই সফেনার ড্রামে করে লিকুইড ফর্মে বাইরের থেকে আসে ফলে এর সলিউশন অনেকটাই প্রায় পানির মতো।
  • তাছাড়া সিলিকন সফেনার দ্বারা ফেব্রিক ফিনিশিং করলে কাপড়ের এব্জরবেন্সি কমে যায়।

সিলিকন সফেনারের কাজ?

সিলিকন সফেনারের কাজ নিয়ে অনেকে দ্বিধা থাকে তাই সিলিকন সফেনারের কাজগুলো নিচে দেওয়া হলঃ
  • সিলিকন সফেনার হল এক ধরনের প্রকার মাইক্রো লুব্রিকেশন।
  • সিলিকন সফেনার কাপড়ের হেন্ডফিল এবং সাইনিং বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।
  • যা ফেব্রিকের হ্যান্ডফিল অনেক ভাল করে।
  • সিলিকন সফেনার ফেব্রিকের সুইয়িবিলিটি বা স্টিচিবিলিটি বাড়ায়।
  • এছাড়াও সিলিকন সফেনার  ব্যবহারের ফলে সুইং ও স্টিচিং এর সময় ফেব্রিক আর নিডেল এর ঘর্ষণ কমায়।
  • আর নিডেলের ফ্রিকশনাল বা ঘর্ষণ জনিত হিট কমায়। এতে করে সুতা ছেড়ার প্রবনতা অনেক কমে যায়।

মোটকথা সিলিকন সফেনারের কাজ হল ফেব্রিকের হ্যান্ডফিল ভাল করে ফেব্রিককে সফট বা নরম করা। সিলিকন সফেনার সকল ধরনের ফাইবারের জন্য ব্যবহার করা হয়। এটি একটি হাইড্রোফোবিক সফেনার।
সিলিকন সফেনার
সিলিকন সফেনার

সিলিকন সফেনারের দাম?

বর্তমানে বাংলাদেশে সিলিকন সফেনারে দাম ৫০০-৬০০ টাকা।

সিলিকন সফেনারর টেস্টিং পদ্বতি?

সর্বপ্রথমে কেমিক্যাল স্টোর থেকে তরল সফেনার নিয়ে এসে, তারপর সেখানে ১৫ গ্রাম পার লিটার হারে ২০০ মিলিলিটারের জন্য সলিউশন প্রিপারেশন করতে হবে। তারপর ১৫ গ্রাম পার লিটার হিসেবে ২০০ মিলি এর জন্য প্রয়োজনীয় কেমিক্যালের পরিমাণ
= ১৫ × ২০০ /১০০০
= ৩ গ্রাম

এখানে ২০০ মিলি নেয়ার কারণ হল ল্যাবের প্যাডার বাথের ক্যাপাসিটি ২০০ মিলি যা ৩ গ্রাম স্যাম্পল পানি দিয়ে গোলাতে হবে। যাতে করে মোট ২০০ মিলির লেভেল হয়। তারপর আধা গজের মতো ডাইং ওয়াশ করা নন ফিনিশিং করা কাপড় নিন যা ২০×১৫ চিকন করে দুই ফালি কাপড় কাটুন।

তারপর একটিকে বিফোর হিসেবে রাখুন যা ফিনিশিং করা হবে না এবং যা পরবর্তিতে স্যাম্পল দিয়ে ফিনিশিং করা কাপড় এর সাথে স্টেন্ডার্ড হিসেবে তুলনা করা সহজ হবে।
সিলিকন সফেনার ব্যবহারের সময় যেসব প্যারামিটার টেস্ট করা হবেঃ
  • Appearance
  • Hand Feel
  • Foam
  • Shade Change Grade

সিলিকন সফেনারের পরিক্ষার সর্বশেষ অবস্থা?

প্রিপারেসন করা সলিউশনকে ল্যাবের প্যাডারে প্যাডিং করে নিতে হবে। তারপরে প্যাডিং করে নেয়া ফেব্রিককে ল্যাবের কিউরিং ১.২৫ মিনিট মেশিনে শুকাতে হবে।

ফলাফলঃ

সর্বপ্রথম কাপড় শুকানো হয়ে গেলে একে ডাইং আফটার ওয়াশের সাথে CMC টেস্ট করতে হবে। এটি কি পরিমাণ সেড চেঞ্জ করে তার গ্রেডিং করতে হবে। তারপর হেন্ডফিল চেক করে দেখতে হবে সফট হয়েছে কিনা।

সলিউশনের এপিয়ারেন্স পরিস্কার কিনা দেখতে হবে। সলিউশন ফোম তৈরি করে কিনা তা যাচাই করে দেখতে হবে।
ফেব্রিকের উপর সফেনারের স্পট আসে কিনা তা দেখতে হবে।

বিঃদ্রঃ এখানে

  • Appearance হতে পারে Clear বা Cloudy
  • Shade Change এর Grade হতে পারে যেমনঃ 1,2,3,4,5
  • হ্যান্ডফিল হতে পারে যেমনঃ Good, Bad, Soft, Hard.
  • Foaming হতে পারে  Slightly, More

সর্বশেষঃ

সব প্যারামিটার চেক করার পর দুটি সিদ্ধান্ত নিতে হয়ঃ
  • একটি হল ব্যবহারযোগ্য (Usable)
  • আরেকটি অব্যবহারযোগ্য (Non Usable)

পরিশেষে বলা যায় সিলিকন সফেনার ফেব্রিক ফিনিশিং এর ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন