ভ্যাট ডাই এবং সালফার ডাই এর পার্থক্য?

ভ্যাট ডাই
ভ্যাট ডাই

ভ্যাট ডাই এবং সালফার ডাই এর পার্থক্যগুলো হলঃ

ভ্যাট ডাইঃ

  • ভ্যাট ডাই এর লাইট ফাস্টনেস বেশি।
  • সাধারণত লাইট শেডের জন্য এ ডাই ব্যবহার করা হয়।
  • ৬৫°C থেকে ৮০°C তাপমাত্রায় রং করা হয়।
  • বিভিন্ন ধরনের বর্ণের জন্য ব্যবহার করা হয়।
  • সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় এবং সোডিয়াম হাইড্রো সালফাইড ব্যবহার করা হয়।
  • এ ডাই এর দাম খুব বেশি হয়।

আরও জানুনঃ 



সালফার ডাই
সালফার ডাই

সালফার ডাইঃ

  • সালফার ডাই এর লাইট ফাস্টনেস কম হয়। 
  • ভারী এবং গাঢ় শেডের জন্য এ ডাই ব্যবহার করা।
  • সাধারণত এ ডাইকে বয়েলিং তাপমাত্রায় রং করা হয়।
  • সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়।
  • কালো রং করার জন্য এ ডাই ব্যবহার করা হয়।
  • এ ডাই দামে সস্তা।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন