আঠালো পদার্থ ব্যবহারের অসুবিধা?

আঠালো পদার্থ
আঠালো পদার্থ

আঠালো পদার্থ ব্যবহারের অসুবিধা?

নন-ওভেন কাপড় তৈরিতে আঠালো পদার্থের যেমন সুবিধা আছে। ঠিক তেমনি কিছু অসুবিধা পরিলক্ষিত হয়। নিচে আঠালো পদার্থের অসুবিধাগুলো উল্লেখ করা হলঃ
  • নন-ওভেন কাপড়ে ফাইবারগুলো অসমানভাবে বিন্যস্ত থাকে।
  • সাধারণ টেক্সটাইল পণ্য হতে ভিন্ন বলে মনে হয়।
  • আঠালো পদার্থের জন্য কাপড়ের হার্ডনেস বা কাঠিন্য বৃদ্ধি পায়। 
  • ড্রাই ক্লিনিং ওয়াশ বেশি উপযুক্ত। 
  • আঠার কারণে বায়ু প্রভেদ্যতার ক্ষমতা কমে যায়। 
  • কাপড়ের শোষণ ক্ষমতা কম।
  • তাপ সহনশীলতা কম
  • উচ্চ তাপে আঠা গলে যেতে পারে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন