অ্যাসিড ডাই এর ইতিহাস?

অ্যাসিড ডাই এর ইতিহাস?

১৮৬২ সালে নিকলসন সালফোনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড শ্রেণিভূক্ত প্রথম রং অ্যালকালি ব্লু আবিষ্কার করেন। বর্তমানে বিশ্বের নামকরা কোম্পানিগুলো অনেক নামি দামি অ্যাসিড ডাই বাজারজাত করে থাকে। আর এ ডাই পানিতে দ্রবণীয় হয়। সেলুলোজ ফাইবারের ক্ষেত্রে এ ডাই সরাসরি ব্যবহার করা যায় না। অ্যাসিড ডাই হল সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং কোন কোন ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। 
অ্যাসিড ডাই
অ্যাসিড ডাই

আর এ ডাইকে জৈব বা খনিজ অ্যাসিডের মাধ্যমে প্রয়োগ করা হয়। এ ডাই এর Anion সক্রিয় রঙিন যৌগ। এ ডাই নিরপেক্ষ মাধ্যমেও প্রয়োগ করা যায়। তবে এ ডাইসমূহের প্রোটিন ফাইবারের প্রতি আসক্তি আছে। এজন্য উল, সিল্ক ও অন্যান্য প্রোটিন ফাইবারে ও পলি অ্যামাইড ফাইবারে সহজেই এ ডাই প্রয়োগ করা যায়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন