অতিরিক্ত সাইজিং ও অপর্যাপ্ত সাইজিং এর প্রভাব?

সাইজিং কি?

যে যান্ত্রিক প্রক্রিয়ায় কিংবা হস্তচালিত নিয়মে টানা সুতাগুলোকে বীমিং করার সময় এক ধরনের আঠালো পদার্থ যুক্ত করে সুতার উপর বিদ্যমান গুলোকে সুতার গায়ে মিশিয়ে দিয়ে সুতাকে মসৃণ, চকচকে, সমতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, শক্তি বৃদ্ধি করার পদ্ধতিতে সাইজিং বলে।
সাইজিং
সাইজিং

অতিরিক্ত সাইজিং ও অপর্যাপ্ত সাইজিং এর প্রভাব?

অতিরিক্ত সাইজিং এর প্রভাবঃ 

  • অতিরিক্ত মাড় প্রয়োগের ফলে সুতা শক্ত হয়ে উইভিং প্রক্রিয়ায় শানা এবং "ব" এর ঘর্ষণের ফলে সুতা ছিঁড়ে যেতে পারে।
  • এর ফলে মাড়ের অপচয় বেশি হয়। 
  • ফলে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। 
  • সাইজিং প্রক্রিয়ায় সহজে মাড় অপসারণ করা সম্ভব হয় না।
  • জলীয় বাষ্প শোষণের হার বেশি হওয়ায় সুতা দুর্বল হয়ে যায়।
  • সাইজিং ভাল না হলে সুতা একটির সাথে অন্যটির লেগে থাকতে পারে।
  • যা উইভিং দক্ষতার ওপর মারাত্মক হুমকিস্বরূপ। 

অপর্যাপ্ত সাইজিং এর প্রভাবঃ 

  • অপর্যাপ্ত সাইজিং এর ফলে সুতায় লোমশ আঁশ থেকে যায়। 
  • সুতা ঠিকমতো মসৃণ, শক্তি বৃদ্ধি প্রাপ্ত, কম্প্যাকট ও নমনীয় হবে না। অপর্যাপ্ত রঞ্জক উপাদান হলে সুতার প্রাকৃতিক হলদেটে রং দ্রবীভৃত করা যায় না। 
  • সাইজিং এর পর বেশি শুকালে এর শক্তি কমে যায়।
  • ভাল মান সম্পন্ন সুতায় খারাপ সাইজিং এর ফলে উক্ত সুতার মান অনেক খারাপ হয়।
  • প্রয়োজনের তুলনায় বেশি প্রতিশোধক উপাদান ব্যবহারে সুতা ভেঙ্গে যায় ও খসখসে হয়। 
  • আবার কম হলে সুতার স্টার্চ পচে যাওয়ার সম্ভবনা থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন