কাস্টিং আউট কি | কাস্টিং আউটের সুত্র

কাস্টিং আউট কি?

রিড কাউন্ট (যেমন ৪০ নম্বর) বেশি হলে শানার সহিত হিল্ড এর সমসুত্র রাখার জন্য একটি নির্দিষ্ট নিয়মে heald eye বাদ দিতে হয়। এইরুপ ব (eye) বাদ দিয়ে শানার সহিত হিল্ড এর সমসূত্র রাখাকে skipping or dropping or casting out বলে।

হিল্ড ফ্রেম
হিল্ড ফ্রেম

কাস্টিং আউটের সুত্র?

জুট মিলে casting out বা fileying order নিম্নের সুত্রের সাহায্যে নির্ণয় করা হয়। 

ঝাঁপের পোর্টার/ঝাঁপের পোর্টার-কাপড়ের পোর্টার
= ফাইলিং অর্ডার অর্থাৎ প্রতি ঝাঁপের কোন heddle টি খালি রাখতে হবে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন