ফিড মেকানিজম কাকে বলে | বিভিন্ন প্রকার ফিড মেকানিজমের উদ্দেশ্য এবং ব্যবহার

ফিড মেকানিজম কাকে বলে? 

যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে সেলাই করার সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য কিছু কাজ যেমনঃ গুণগত বৈশিষ্ট্যসম্পন্ন ভাল সীম উৎপন্ন করার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের সেলাই তৈরি করা, সেলাই রেখা বরাবর কাপড়ের কুঁচকানো ভাব দূর, প্রয়োজনীয় অংশে কুঁচি প্রদান করা হয় তাকে সেলাই মেশিনের ফিড মেকানিজম বলে। 

ফিড মেকানিজম এর প্রয়োজনীয়তা?

সেলাই করে উৎপন্ন সিমের চেহারা এবং গুণগত বৈশিষ্ট্য ভাল পাওয়ার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের স্টিচ তৈরি করা আবশ্যক। উপরন্তু সেলাই রেখা বরাবর কাপড় যেন সমান থাকে অর্থাৎ কুঁচকে না যায় তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কাপড়ের স্টিচ দেওয়ার পর কাপড়ের দৈর্ঘ্য যেন ঠিক থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমের মধ্যে ইচ্ছাকৃতভাবে সেলাই রেখা বরাবর কাপড় কুঁচকানো হয়, যা প্রয়োজন বা ডিজাইনারের সার্থেই করা হয়। 

সেলাই করে সীম উৎপন্ন করার সময় এ সকল আবশ্যক বিষয়সমূহ পূরণ করা হয় সেলাই মেশিনের ফিড মেকানিজম, সেলাই করার সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করে। ফিড মেকানিজম ছাড়া মেশিনের সাথে আরও কিছু যন্ত্রাংশ বা মেকানিজম এর সমন্বয় করে কাপড়ের গতি নিয়ন্ত্রণ করা হয়। পোশাকের গুণগত মান ঠিক রাখতে হলে সুষম এর প্রয়োজন। আর সুষম সেলাই এর জন্য ফিড মেকানিজম এর গুরুত্ব অপরিসীম। 

ফিড মেকানিজম কত প্রকার ও কি কি?

ছয় প্রকার ফিড মেকানিজম আছেঃ
  • ড্রপ ফিড পদ্ধতি (Drop feed system)
  • ডিফারেন্সিয়াল বটম ফিড (Differential bottom feed)
  • অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম (Adjustable top feed system)
  • নিডেল ফিড (Needle feed)
  • ইউনিশন ফিড (Unision feed)
  • পুলার ফিড (Puller feed)

বিভিন্ন প্রকার ফিড মেকানিজমের উদ্দেশ্য এবং ব্যবহার?

  1. ড্রপ ফিড পদ্ধতি (Drop feed system)
  2. ডিফারেন্সিয়াল বটম ফিড (Differential bottom feed)
  3. অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম (Adjustable top feed system)
  4. নিডেল ফিড (Needle feed)
  5. ইউনিশন ফিড (Unision feed)
  6. পুলার ফিড (Puller feed)

ড্রপ ফিড পদ্ধতি (Drop feed system)

প্রতিটি স্টিচ গঠনের জন্য কাপড়কে পূর্বনির্ধারিত দূরত্ব অতিক্রম করানোই কিংবা ফিড করানোই ফিড ডগের প্রধান কাজ। ফিড ডগের গতি কিংবা স্টিচ দৈর্ঘ নিয়ন্ত্রণ করা হয় স্টিচ লেংথ রেগুলেটরের সাহায্যে। ফিড ডগের উপরের প্রান্ত খাঁজকাটা বা দাঁতবিশিষ্ট হয়, যা থ্রোট প্লেটের খাঁজের মধ্য দিয়ে প্লেট অপেক্ষা কিছুটা উপরে উঠে আসে এবং কাপড়ের নিচের দিক হতে কাপড়ের সংস্পর্শে আসে ও কাপড়কে একধাপ মেশিনের ভিতর এগিয়ে নিয়ে যায়। 

ড্রপ ফিড পদ্ধতি
ড্রপ ফিড পদ্ধতি

ইহা সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ফিড মেকানিজম। সেলাই মেশিনে প্রধানত তিনটি পার্টস এর সমন্বয়ে ফিড মেকানিজম গঠিত যেমনঃ প্রেসার ফুট, থ্রোট প্লেট, ফিড ডগ। থ্রোট প্লেট স্টেইনলেস স্টিলের তৈরি ও এর পৃষ্ঠ অত্যন্ত মসৃণ। মসৃণ পৃষ্ঠের কারণে কাপড় সহজেই এর উপর দিয়ে ফিড করা যায়। থ্রোট প্লেটকে কখনো কখনো নিডেল প্লেটও বলা হয়। 


থ্রোট প্লেটের মধ্যে একটি বা একাধিক খাঁজ থাকে। যার মধ্যে ফিড আগেপিছে নড়াচড়া করতে পারে। এর মধ্যে একটি ছিদ্রও আছে, যার মধ্যে দিয়ে নিডিল উপরে নিচে উঠানামা করতে পারে। ড্রপ ফিড পদ্ধতি দ্বারা যখন দুই পরতা কাপড়কে সেলাই করা হয় তখন কাপড়ের নিচের দিক হতে ফিড ডগ নিচের পরতা কাপড়কে সম্মুখে অগ্রসর করায় এবং উপরের পরতা কাপড় নিচের পরতা কাপড়ের সাথে সংস্পর্শে এবং চাপের মধ্যে থাকার কারণে গতিপ্রাপ্ত হয়।

ডিফারেন্সিয়াল বটম ফিড (Differential bottom feed)

নিডেলের সম্মুখদিকের ফিড ডগটি নিডিলের পিছনের দিকের ফিড অপেক্ষাকৃত কম কিংবা বেশি গতিতে চালনা করে নিচের পরতা কাপড়কে সম্প্রসারণ বা কুঁচি করা যায়। 
ডিফারেন্সিয়াল বটম ফিড
ডিফারেন্সিয়াল বটম ফিড

যার ফলে এ পদ্ধতিতে ডিফারেন্সিয়াল ফিডিং পাকারের সমস্যা অতি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। ডিফারেন্সিয়াল বটম ফিড সিস্টেম চেইন স্টিচ, লক স্টিচ ও ওভার এজ স্টিচ তৈরির মেশিনেও পাওয়া যায়।


অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম (Adjustable top feed system)

এ পদ্ধতিতে যখন একাধিক পরতা কাপড় একত্রে সেলাই করা হয় তখন উপরের পরতাটিকে সরাসরি গতি দেওয়া হয়। যার ফলে উপরের পরতাটিকে নিচের পরতার সমান গতিতে অথবা অপেক্ষাকৃত বেশি বা কম গতিতে ফিড করা যায়।

অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম
অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম

আর এ পদ্ধতিতে নিচের প্লাই এর উপর উপরের প্লাই এর কুঁচি তৈরি করা যায়। আবার উপরের প্লাই এর তলায় নিচের প্লাই এর কুঁচি তৈরি করা যায়।

নিডেল ফিড (Needle feed)

এ পদ্ধতিতে নিডেল নিজেই সম্মুখে ও পেছনের দিকে গতিপ্রাপ্ত হয়। নিডেল কাপড়ের মধ্য দিয়ে প্রবেশ করার পর গতিপ্রাপ্ত হয় বিধায় নিডেলের দ্বারা কাপড়ের মধ্যে উৎপন্ন ছিদ্র বেশ বড় হয়ে যাওয়ার প্রবণতা থাকে। 

নিডেল ফিড
নিডেল ফিড

আর এ সমস্যা দূর করার জন্য নিডেল ফিড মেকানিজম ড্রপ ফিড মেকানিজমের সাথে সমন্বয় করা হয়ে থাকে, যাকে কম্পাউন্ড ফিড বলে। পুরু বা ফাঁপা কাপড় সেলাই করার জন্য এ পদ্ধতি বেশ উপযোগী। 

ইউনিশন ফিড (Unision feed)

যে সকল কাপড় সেলাই করতে নানারকম অসুবিধা দেখা দেয় যেমনঃ আঠালো পৃষ্ঠবিশিষ্ট কাপড় সেলাই করতে এরুপ ফিড মেকানিজম বেশ সুবিধাজনক।
ইউনিশন ফিড
ইউনিশন ফিড

কাপড় সেলাই করার সময় প্লাই শিফটিং হওয়ার সম্ভাবনা থাকে না। এ ধরনের ফিডিং সিস্টেম বিশেষ বিশেষ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় খুব একটা ব্যবহার করা হয় না। 

পুলার ফিড (Puller feed)

ড্রপ ফিডের গতি অপেক্ষা সামান্য বেশি গতিতে পুলার রোলারকে চালনা করা হয়। আর এ কারণে প্লাই শিফটিং বা রোপিং হওয়ার সম্ভাবনা থাকে না। একাধিক নিডেলবিশিষ্ট মেশিনে সেলাই করার জন্য বিশেষ করে ওয়েস্ট ব্যান্ড তৈরি করার জন্য এ মেকানিজম অত্যন্ত সুবিধাজনক। 

পুলার ফিড
পুলার ফিড

এটি ছাড়াও একটি কাপড়ের উপর আর একটি কাপড়কে নির্ধারিত দূরত্ব পর পর রাফেল করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। কাপড়কে রাফেল করার জন্য বিশেষ ধরনের ব্লেড ও প্রেসার ফুট ব্যবহার করা হয়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close