ওয়ার্পিং সেকশনের সূত্র?

বিম কাউন্ট বা টানা সুতার কাউন্ট টেক্স পদ্ধতিতে=

টানা সুতার ওজন (কেজি) × ১০০০ × ১০০০/টানা সুতার সংখ্যা × টানা সুতার দৈর্ঘ্য (মিটার)। 

টানা সুতার দৈর্ঘ্য (গজ) = 

প্রতি বিমে টানার দৈর্ঘ্য × প্রতি সেটে বিমের সংখ্যা × সেট সংখ্যা 

বিম কাউন্ট বা টানা সুতার কাউন্ট ইংলিশ পদ্ধতিতে=

টানা সুতার দৈর্ঘ্য (গজ) × টানা সুতার সংখ্যা / ৮৪০ × টানা সুতার ওজন (পাউন্ড)

প্রতিটি স্লেশারের জন্য বিম ওয়ার্পার প্রয়োজন=

স্লেশারের উৎপাদন/ঘন্টা × স্লেশারে সুতার সংখ্যা / প্রতিটি ওয়ার্পারের উৎপাদন/ঘন্টা × ওয়ার্পারে সুতার সংখ্যা

ওয়ার্পিং মেশিন
ওয়ার্পিং মেশিন

ওয়ার্পিং মেশিনের উৎপাদন/শিফট=

ওয়ার্পিং মেশিনের পৃষ্ঠগতি (গজ/মিনিট)× (৬০×৮) / (৮৪০ × সুতার কাউন্ট)× দক্ষতা × অপচয় (পাঃ)।

=ওয়ার্পিং মেশিনের পৃষ্ঠগতি (গজ/মিনিট)× ৬০ × ৮ × দক্ষতা × অপচয় (গজ)।

টানা সুতার দৈর্ঘ্য (গজ)= 

টানা সুতার ওজন (পাউন্ডে) × সুতার কাউন্ট × ৮৪০ / টানা সুতার সংখ্যা

টানা সুতার দৈর্ঘ্য (হ্যাংক)

= টানা সুতার ওজন (পাউন্ডে) × সুতার কাউন্ট / টানা সুতার সংখ্যা

টানা সুতার ওজন (পাউন্ডে)= টানা সুতার দৈর্ঘ্য (গজে) × টানা সুতার সংখ্যা / ৮৪০ × টানা সুতার কাউন্ট

টানা সুতার সংখ্যা= সুতার কাউন্ট × সুতার ওজন (পাউন্ডে) × ৮৪০ / টানা সুতার দৈর্ঘ্য (গজে)।

= সুতার কাউন্ট × সুতার ওজন (পাউন্ডে) ×  টানা সুতার দৈর্ঘ্য (হ্যাংকে)।

বিমের সুতার ওজন= বিমসহ সুতার ওজন - খালি বিমের ওজন
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন