নন-ওভন কাপড়ে ব্যবহৃত ফাইবারের কাজ?

নন-ওভন কাপড়ে ব্যবহৃত ফাইবারের কাজ?

নন-ওভেন কাপড় তৈরিতে প্রাকৃতিক ও কৃত্রিম উভয় প্রকার ফাইবারই ব্যবহার করা হয়। 

নন-ওভন কাপড়ে ব্যবহৃত পণ্য
নন-ওভন কাপড়ে ব্যবহৃত পণ্য

উল্লেখযোগ্য ফাইবারগুলো কোন কোন কাজের জন্য ব্যবহার করা হয় তা নিম্নে আলোচনা করা হলঃ
  • কটন (Cotton)
  • উড পাল্প (Wood pulp)
  • পলিস্টার (PET) 
  • নাইলন (Nylon)
  • বাই-কম্পোনেন্ট (Bicomponent)
  • পলিপ্রোপাইলিন (PP Fibers)
  • ভিসকোস রেয়ন (Viscose rayon)

কটন (Cotton)

নন-ওভন ফেব্রিকেশনের জন্য কটন ফাইবারের চমৎকার স্বাভাবিক গুণাবলি যেমনঃ কোমল, বেশি শোষণ ক্ষমতা, আরামদায়ক কাজের জন্য ডিসপোজেবল পণ্য, মহিলাদের স্বাস্থ্যসম্মত পণ্য ইত্যাদি বেশি তৈরি হয়।

উড পাল্প (Wood pulp)

গতানুগতিক প্রাকৃতিক ফাইবারের চেয়ে উড পাল্পের আঁশ খুব খাটো হলেও এটাই একমাত্র প্রাকৃতিক ফাইবার যা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এর উচ্চ পানি ধারণক্ষমতা, স্থূলতা ও কমদামের জন্য ব্যবহার করা হয়। 

ডিসপোজেবল অ্যাবজরবেন্ট যেমনঃ ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, চিকিৎসা ক্ষেত্রে ও ইন্ডাস্ট্রিতে উইপিং ক্লোথ উৎপাদনে ব্যবহার করা হয়। 

পলিস্টার (PET) 

নন-ওভেনের শক্তি বৃদ্ধি ও যান্ত্রিক গুণাগুণ কাজের জন্য পলিইথিলিন টেরেপথেলেট ফাইবারের জুড়ি নেই।

নাইলন (Nylon)

যে সকল নন-ওভেনের রেজিলিয়েন্সি গুণাগুণ অত্যাবশ্যক, উক্ত কাজের জন্য নাইলন ফাইবার ব্যবহার করা হয়। 

বাই-কম্পোনেন্ট (Bicomponent)

কোর এবং শিথ এর বিভিন্ন পলিমারের বাই-কম্পোনরন্ট ফাইবার ব্যাপকভাবে ব্যবহার করে থার্মাল বন্ডেড নন-ওভেন কাপড় তৈরি করা হয়। বাই-কম্পোনেন্ট তাপে গলে ক্যারিয়ার ফাইবারের সাথে বন্ড হিসাবে কাজ করে। 

পলিপ্রোপাইলিন (PP Fibers)

কৃত্রিম ফাইবারের মধ্যে পলিপ্রোপাইলিন এর ব্যবহার ব্যাপক। বিপুলায়তন, থার্মোপ্লাস্টিক ও শোষণ কাজে এই ফাইবার নন-ওভেন তৈরীর জন্য ব্যবহার করা হয়। 

ভিসকোস রেয়ন (Viscose rayon)

সকল সেলুলজিক ফাইবার যেমনঃ কটন, রেয়ন, এসিটেট এগুলো শোষক বা শোষণক্ষম। মাইক্রোবিয়াল এজেন্ট এর ক্যারিয়ার হিসেবে কাজ করে এবং জীবানুর সাথে একত্রে শক্তি প্রদান করে। 

ডিসপোজেবল ও স্যানিটারি প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ভিসকোস রেয়ন নন-ওভেন ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হয়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন