বুননের জন্য টানা ও পড়েন সুতার প্রয়োজনীয়তা?

টানা ও পড়েন সুতার বুনন
টানা ও পড়েন সুতার বুনন

বুননের জন্য টানা ও পড়েন সুতার প্রয়োজনীয়তা?

  • কাপড়ের উলম্ব বরাবর সূতাকে টানা এবং অনুভূমিক বরাবর সুতাকে পড়েন সুতা বলে। 
  • পড়েন সুতায় ক্রিম বেশি থাকে। টানা ও পড়েন এই উভয় সুতার বন্ধনীর মাধ্যমে বুনন সম্পন্ন হয়। টানা সুতায় মাড় প্রয়োগ করে সুতাকে অধিক শক্তি প্রদান করা হয়ে থাকে। 
  • টানা সুতার শক্তি পড়েন সতার চেয়ে বেশি হয়। 
  • বিভিন্ন গঠন ও টেক্সচারের টানা-পড়েন সুতা ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় প্রস্তুত করা যায়। 
  • সাধারণত টানা সুতার কাউন্ট পড়েন সতার চেয়ে বেশি হয়। বিভিন্ন কাউন্টের সুতার ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের কাপড় তৈরি হয়। 
  • টানা সুতা ও পড়েন সুতার কাউন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
  • উপরোক্ত বিষয়গুলোর পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে, টানা ও পড়েন সুতার প্রয়োজনীয়তা বুননের ক্ষেত্রে অপরিহার্য। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন