টার্কিস কালারে রানিং সেড অথবা কালার স্পট কেন হয়?

আমরা প্রায়শই দেখতে পাই টার্কিস কালারে রানিং সেড অথবা কালার স্পট। প্রশ্ন হচ্ছে এই কমন সমস্যাটা কেন হয়, তবে চলুন এর সমাধান খুঁজে বের করি।
ডাইং মেশিন
ডাইং মেশিন

ইহা একটি কন্টিনিউস প্রসেস যা বিভিন্ন স্টেপে অনুসরণ করতে হয়ঃ
  • টার্কিস কালার এর জন্য স্পেশাল হাই কোয়ালিটি লেভেলিং এজেন্ট ব্যবহার জরুরী ও কালার অবশ্যই ছাঁকুনি দিয়ে নিতে হবে।
  • সোডা ডোজিং হবে ৭০% প্রোগ্রেসিব প্রক্রিয়ায় প্রয়োজনে ২ ধাপে সম্পন্ন হবে। 
  • অবশ্যই কালার ৯০°সেন্টিগ্রেডে মাইগ্রেশন করে নিতে হবে।
  • ডাই বাথে ডিফোমিং এজেন্ট ও সিকোস্টেরিং এজেন্ট পরিমাণমত ব্যবহার করতে হবে।
  • বেশী এডিশন অর্থাৎ সর্বোচ্চ ১ থেকে ২ দেওয়া যাবে না।
  • ডায়িং বাথ ডাইরেক্ট ড্রেন না করে ওভারফ্লো কিংবা রিনস সহ ড্রেন শেষে কমপক্ষে ৮ থেকে ১০ মিনিট রিনজ করে নিতে হবে।
  • ডায়িং করার সময় কোন ভাবেই কাস্টিক (Na0H) ব্যবহার করা যাবে না।
  • ফিনিশিং প্রসেসের সময় সপেনার অত্যাধিক তাপে গুলানো যাবে না।
  • ফিনিশিং প্রসেস শেষে অবশ্যই ফেনাসহ মাল আনলোড করা যাবে না।
Next Post Previous Post