এফিস কি?
এফিস বা এ,এফ,আই,এস হল একটি ফাইবার টেস্টিং যন্ত্র। এর পূর্ণরুপ হল অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম (Advanced fibre information system)। ফাইবার টেস্টিং এর ক্ষেত্রে এটি একটি আধুনিক যন্ত্র। আর এ যন্ত্রটি এরো মেকানিক্যাল (Aro-Mechanical) নীতিতে কাজ করে।এফিস |
আর এ যন্ত্র দ্বারা ফাইবারের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ পরিক্ষা করা যায়ঃ
- ফাইবারের দৈর্ঘ্য (Fibre length)
- ফাইবারের আপার হাফ লেংথ
- শর্ট (Upper half length)
- শর্ট ফাইবার কনটেন্ট (Short fibre content)
- ম্যাচুরিটি রেশিও (Maturity ratio)
- নেপস (Neps)
- ইমম্যাচিউর ফাইবার কনটেন্ট (Immature fibre content)
- ট্রাশ (Trash)
- ডাস্ট (Dust)