ডাই এবং ডাইং কি?

ডাই এবং ডাইং কি?

যে সকল পদার্থে ক্রোমোফোর গ্রুপ (Chromophore group) এবং অক্সোক্রোম গ্রুপ (Auxochrome) বিদ্যমান থাকে, যা সুতা, কাপড় তথা টেক্সটাইল দ্রব্যের ওপর প্রয়োগ করা হলে ঐ দ্রব্যের ভৌত ও রাসায়নিক গুণাগুণের পরিবর্তন ঘটে এবং দ্রব্যটিতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে রঙিন দেখায়, তাকে টেক্সটাইল ডাইস (Textile dyes) বা ডাইস্টাফ (Dyestuff) বলে।

ডাই
ডাই

কোন বস্তুকে টেক্সটাইল ডাই বা রঞ্জক হতে হলে তার আর অণুগুলোকে-
  • অত্যন্ত দ্রুততার সাথে আঁশের অভ্যন্তরে প্রবেশ করার ক্ষমতা থাকতে হবে।
  • আঁশের পলিমার সিস্টেমের মধ্যে ঢ়ুকতে হবে এবং 
  • পলিমার সিস্টেমের অভ্যন্তরে ডাই অনুগুলোকে হয় দৃঢ়ভাবে লেগে থাকতে হবে। 
  • অথবা নিরাপদভাবে আটকা থাকতে হবে। 
  • অথবা রাসায়নিক বিক্রিয়া করে আঁশের পলিমারের সাথে সংযুক্ত থাকতে হবে।
এখানে উল্লেখ্য যে, ওপরের শর্তগুলো পূরণের জন্য ডাই অণুগুলোর পানি বা অন্য কোন দ্রবণে দ্রবীভূত হতে হবে যেন আঁশের সাথে তার দ্রুত অনুপ্রবেশ সহজ হয়। অতঃপর রঞ্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর কমবেশি ডাই এর স্থায়িত্ব বজায় রাখার জন্য রং দ্রবণ শুকিয়ে যাওয়ার পরও ডাই অণুগুলোকে আঁশে লেগে থাকতে হবে। 
ডাইং মেশিন
ডাইং মেশিন

আবার যে সব পদার্থে ক্রোমোফোর গ্রুপ বিদ্যমান থাকে, যা কোন বস্তুর উপর প্রয়োগ করা হলে ঐ বস্তুর শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে, সেগুলোকে পিগমেন্ট (Pigment) বলে। পিগমেন্টে অক্সোক্রোম গ্রুপ থাকে না। পিগমেন্টও এক ধরনের রং বা কালারিং বস্তু। পিগমেন্টে আঁশের মধ্যে প্রবেশ করতে পারে না। তবে পিগমেন্টকে রেজিন বাউন্ডার দ্বারা উপরিভাগে যুক্ত রাখা হয়।


যে প্রক্রিয়ার দ্বারা বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এ পরিবর্তনের ফলে রঙ্গিন বস্তুর ওপর আলো প্রতিফলিত হয় রঙিন বস্তু হিসেবে আমাদের চোখে পতিত হয়, তাকে রংকরণ বা ডাইং (dyeing) বলে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close