ICS এর পূর্ণরুপ কি?
ICS এর পূর্ণরুপ হল (Initiative for compliance & sustainibilty)।ICS কি?
ICS হচ্ছে সম্মতি ও স্থায়িত্বের জন্য উদ্যোগ)। ইহা একটি আন্তর্জাতিক সেক্টরাল উদ্যোগ যার লক্ষ্য তার সদস্য খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে কাজের পরিস্থিতি উন্নত করা। তাছাড়া ICS একটি ফ্রান্স ভিত্তিক উদ্যোগ যা ১৯৯৮ সালে FCD অর্থাৎ French Federation of Commerce and Distribution দ্বারা তৈরি করা হয়েছিল।এটি ২০১৮ সালে এর ২০ বছর উদযাপন করেছে। টেক্সটাইল, গার্মেন্টস, খুচরা, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স এবং আসবাবপত্রের ক্ষেত্রে ৫৭টি বহুজাতিক খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডের সমন্বয়ে ICS গঠিত হয়েছে। আইসিএস সদস্যরা সাধারণ সরঞ্জামগুলোর সাথে সহযোগিতা করে, অডিটগুলোকে পারস্পরিক করতে, অডিট ক্লান্তি হ্রাসে অবদান রাখে ও জ্ঞান সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করে নেয়।
আর এই যৌথ পন্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা বা (ILO) অর্থাৎ International labour low) কনভেনশন, সার্বজনীন মানবাধিকার নীতি ও স্থানীয় সামাজিক বিধি দ্বারা সংজ্ঞায়িত কাঠামোর দ্বারা পরিচালিত হয়ে থাকে। ICS সদস্যরা তাদের সরবরাহকারী উৎপাদন সাইটের প্রকৃত কাজের অবস্থা যাচাই করে ICS এর স্বীকৃত অডিট কোম্পানিগুলোকে সামাজিক অডিট পরিচালনা করার জন্য বাধ্যতামূলক করে থাকে।
ইহা মূল্যায়নের পরে ICS সদস্যরা সংজ্ঞায়িত সংশোধনমূলক কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরীক্ষিত কারখানার সাথে জড়িত হয়।
ICS এর COC (code of condut) এর আচরণ বিধি গুলো কি কি?
আইসিএস কোড অফ কন্ডাক্ট প্রত্যেক ICS সদস্য তার সরবরাহকারীদেরকে ICS কোড অফ কন্ডাক্ট মেনে চলার জন্য অনুরোধ করে। যা হতে পারে সদস্যের নিজস্ব বিস্তারিত আচরণবিধি দ্বারা পরিপূরক। আর এই কোড স্বাক্ষর করে, সরবরাহকারী এটিকে মেনে চলা এবং প্রতিশ্রুতিবদ্ধ করার পাশাপাশি তাদের নিজস্ব উপ-কন্ট্রাক্টরদের দ্বারা এটিকে সম্মান করা ও অংশীদার ভাগ করা দায়িত্ব একটি আসল ধারণা।ICS Audit |
আইসিএস কোড অফ কন্ডাক্ট সরাসরি মৌলিক মানব অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনগুলোকে বুঝায়। মৌলিক আন্তর্জাতিক শ্রম মান, প্রযোজ্য আন্তর্জাতিক শ্রম মান ও বহুজাতিক উদ্যোগের জন্য OECD নির্দেশিকা ও প্রযোজ্য জাতীয় অথবা স্থানীয় আইন রেফারেন্স নথির সম্পূর্ণ তালিকা অ্যানেক্সে উপলব্ধ করা।
ICS আচরণবিধি অডিট প্রশ্নাবলীর ৯টি অধ্যায়কে কভার করে থাকে?
- Management system, transparency and traceability (ম্যানেজমেন্ট সিস্টেম, স্বচ্ছতা ও ট্রেসেবিলিটি)।
- Forced labour (জোরপূর্বক শ্রম)।
- Minimum age, Child labour and Young workers (ন্যূনতম বয়স, শিশু শ্রম ও তরুণ শ্রমিক)।
- Discrimination (বৈষম্য)।
- Disciplinary practices, harassment or ill treatments(শৃঙ্খলামূলক অনুশীলন, হয়রানি কিংবা খারাপ আচরণ)।
- Wages and benefits (মজুরি ও সুবিধা)।
- Health and safety (স্বাস্থ্য ও নিরাপত্তা)।
- Freedom of association and grievance mechanism(সমিতি ও অভিযোগ প্রক্রিয়ার স্বাধীনতা)।
- Working hours (কাজের সময়)।
ICS Audit কত প্রকার ও কি কি?
ICS Audit ৩ ধরনের আছেঃ- Initial audit(প্রাথমিক নিরীক্ষা)
- Follow-up audit(ফলো-আপ অডিট)
- Re-audit(পুনঃনিরীক্ষা)
Re-audit(পুনঃনিরীক্ষা)
শুধুমাত্র ICS-স্বীকৃত অডিট সংস্থাগুলো আইসিএস অডিট করতে পারে। আইসিএস অডিট এর রেজাল্ট সাধারণত প্রতিটা আচরণ বিধি/অধ্যায় এর পারফরমেন্সের উপর ভিত্তি করে হয়ে থাকে।ICS Audit এর Scope এবং ক্ষেত্র গুলো কি কি?
ICS অনসাইট অডিটের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে ICS-এর সাথে সুবিধার সম্মতি স্তরের মূল্যায়ন করা আচরণবিধি, স্থানীয় প্রবিধান ও আন্তর্জাতিক মান এবং সেইসাথে প্রয়োজনীয় চিহ্নিত করা সংশোধনমূলক কর্ম ও ক্রমাগত উন্নতির সুযোগ সৃষ্টি করা।আইসিএস অডিটও সেরা রিপোর্ট করে সুবিধায় নিরীক্ষকদের দ্বারা পর্যবেক্ষণ করা অনুশীলনগুলো। ICS নিরীক্ষার সুযোগের আওতায় থাকা যে ভৌত ক্ষেত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিতঃ
- উৎপাদন এলাকা
- উৎপাদন সাইটের কাছাকাছি সমস্ত সংশ্লিষ্ট বিল্ডিং স্থাপন করা।
- স্টোরেজ এলাকা
- প্রযোজ্য হলে কর্মীদের থাকার ও খাওয়ার জায়গার ব্যবস্থা করা
- শেয়ার্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে, অডিটররা পুরো বিল্ডিং অ্যাক্সেস করবেন কারণ শেয়ার্ড প্রাঙ্গনে থেকে ঝুঁকির উদ্ভব হতে পারে।