ডাইং ফেব্রিক থেকে ব্রাইটেনার বা OBA দূর করার উপায়

নিচের উল্লেখিত সহজ কিছু প্রসেসের মাধ্যমে OBA স্ট্রিপ করা যাবে এবং আপনি হোয়াইট ফেব্রিককে প্রায় ৯৮% OBA মুক্ত করতে পারেনঃ

হট ওয়াশ

লিটার সোডা ১ গ্রাম / সাবান ১ গ্রাম /লিটার ফ্যাব্রিককে 70 ° C X 30 মিনিটের জন্য Treat করুন , তাহলে দেখবেন OBA চলে গিয়েছে।

ব্রাইটেনার
ব্রাইটেনার

অক্সিডেটিভ ব্লিচিং

এই প্রসেসে পটাসিয়াম পারমানগ্যানেট (KMno4) ০.৫% পানিকে একই ওয়াস থেকে ৩০ মিনিটের ঠান্ডা হাইড্রোক্লোরিক এসিড (৩৫% সলিউশন) যোগ করে, KMno4 এর পরিমাণ তিন গুণের জন্য চলতে থাকে। 

এরপর ৩০ মিনিট তাপমাত্রা ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড ও ৩০ মিনিটের জন্য রান করুন। এরপর ৩০ মিনিট কোল্ড ওয়াশ করতে হবে। এ প্রসেস করার পর দেখবেন OBA চলে গিয়েছে।

রিয়েক্টিভ ব্লিচিং

কস্টিক সোডা ৪ গ্রাম / লিটার দিয়ে ১০ মিনিট রান দিন এবং এরপর ৫ গ্রাম / লিটার হাইড্রোস যোগ করুন। (সোডিয়াম হাইড্রো সলিফাইট) ১০ মিনিট ধরে রুম টেম্পারেচারে রান দিন। এরপর একটু ধীরে ধীরে তাপমাত্রা ৬০ ডিগ্রী সেন্টিগ্রেড বৃদ্ধি করুন। 

এই প্রক্রিয়াগুলো করার পর ফেব্রিকটির কালার বেইজ কালার হয়ে যাবে। এখন আপনার মূল কাজ হবে একটি কোল্ড ওয়াস দিয়ে ফেব্রিক নামিয়ে দিতে হবে। এতে দেখবেন OBA চলে গিয়েছে।

অক্সালিক এসিড ট্রিটমেন্ট

৩০ মিনিটের জন্য ফ্লোর টেম্পারেচারে ২ গ্রাম / লিটার অক্সালিক এসিড দিয়ে ফেব্রিকটি চালাতে হবে। এবং ২টি কোল্ড ওয়াশ করে নিন এতে দেখবেন ব্রাইটেনার রিমুভ হয়ে গেছে।

সোডা অ্যাশ / সোডিয়াম কার্বোনেট নিউট্রালাইজেশন

২ গ্রাম / লিটার সোডা অ্যাশ কিংবা সোডিয়াম কার্বোনেট দিয়ে ৩০ মিনিট ধরে রুম টেম্পারেচারে হোয়াইট ফেব্রিকটি চালাতে হবে। আর অবশ্যই একটি কোল্ড ওয়াস দিতে হবে। এতে করে ফেব্রিকটি ব্রাইটেনার সম্পূর্ণ মুক্ত হবে।

অ্যাসিটিক অ্যাসিড -CH3COOH নিউট্রালাইজেশন

ঠান্ডা পানিতে ১০ মিনিটের জন্য ১ গ্রাম / লিটার হারে অ্যাসেটিক অ্যাসিড দিয়ে ফ্যাব্রিকটি ভাল করে প্রসেস করুন। আর অবশ্যই লিকারের PH রাখতে হবে ৬, এতে করে ফেব্রিক থেকে ব্রাইটেনার রিমুভ হয়ে যাবে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন