প্রাথমিক শিক্ষা কি | প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য

প্রাথমিক শিক্ষা হল আনুষ্ঠানিক শিক্ষার প্রথম পর্যায়। আর এ শিক্ষা আসে প্রাক-প্রাথমিকের পরে ও মাধ্যমিক বিদ্যালয়ের আগে।
প্রাথমিক শিক্ষা
প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষা সাধারণত অর্জিত হয় প্রাথমিক বিদ্যালয়ে, তবে অবস্থানের উপর ভিত্তি করে প্রাথমিক বিদ্যালয় হল প্রথম ও মধ্য স্তরের বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য?

প্রাথমিক শিক্ষা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর। আর এই শিক্ষাকে ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা হিসেবে বিবেচনা করা হয়। এই শিক্ষা যেকোনা ব্যক্তিকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। 

নিম্নে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যগুলো সংক্ষেপে আলােচনা করা হলঃ

শারীরিক বিকাশ

প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর শারীরিক বিকাশে সহায়তা করা। কারণ শিশু অবস্থায় ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ অপরিণত হয়ে থাকে। 

আর তাই পড়াশােনার পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম ও শরীরচর্চা ইত্যাদি সহপাঠক্রমিক কাজের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য গড়ে তােলার ব্যবস্থা করা হয়।

মানসিক বিকাশ

প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য কিংবা লক্ষ্য হচ্ছে শিশুর বা ব্যক্তির বিচারবুদ্ধি, চিন্তাশক্তি, যুক্তি, সৃজনশীলতা, কল্পনাশক্তি ইত্যাদির যথাযথ বিকাশে সাহায্য করা। 

সামাজিক বিকাশ

শিশুকে বা ব্যক্তিকে সমাজের সাথে সংগতি বিধানে উপযােগী করে গড়ে তােলা হচ্ছে প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন ধরনের সামাজিক কার্যাবলি এবং সেবামূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্বপালনের বােধ জাগ্রত করা হয়। 

জ্ঞানার্জনে সহায়তা

প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুর বা ব্যক্তির জ্ঞানমূলক বিকাশে সহায়তা করা হয়ে থাকে। আর এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য হল শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, ভাষা, ইতিহাস, ভূগােল ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জনে সহায়তা করা। 

স্বাস্থ্য বিষয়ে সু-অভ্যাস গঠন

প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিশু বা শিক্ষার্থীর মধ্যে সুস্বাথ্যাভ্যাস গড়ে তােলা। আর এই অভ্যাসগুলোর মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, নিয়মিত দাঁত ব্রাশ করা, ভালাে করে গোসল করা, দাঁত দিয়ে নখ না-কাটা, যেখানে সেখানে থুতু না-ফেলা এবং শরীরের সকল অংশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা ইত্যাদি।


সৌন্দর্যবােধের বিকাশ সাধন

বিদ্যালয়ের বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে শিশু বা শিক্ষার্থীর মধ্যে সৌন্দর্যবােধের ধারণা গড়ে তােলাও প্রাথমিক শিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা লক্ষ্য।

শ্রমের মর্যাদা সম্পর্কে বােধ জাগ্রত করা

সমাজে অনুষ্ঠিত কোন ধরনের কাজই ছােটো নয়। আর এই বােধ জাগ্রত করাও প্রাথমিক শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য।

নাগরিকতার শিক্ষা

প্রাথমিক শিক্ষার অপর একটি উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে শিশুর মধ্যে নাগরিক জীবনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তােলা। 

নৈতিক মূল্যবােধের বিকাশ

প্রাথমিক শিক্ষার আর একটি উদ্দেশ্য বা লক্ষ্য হল শিশু বা শিক্ষার্থীর মধ্যে সততা, অন্যের দ্রব্য অপহরণ না-করা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করা, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারা ইত্যাদি গুণের বিকাশ সাধন করা।

এছাড়াও সমাজের উন্নয়ন, সংস্কৃতির বিকাশসাধন, ঐতিহ্যের সঞ্চালন, সমাজের স্থায়িত্ব ইত্যাদি বিষয়গুলো অনেকাংশে শিশুর কিংবা ব্যক্তির নৈতিক মূল্যবােধের ওপর নির্ভর করে থাকে।  

প্রক্ষোভিক বিকাশ

শিশুর বা ব্যক্তির বিভিন্ন প্রকার প্রক্ষোভজনিত আচরণের যথাযথ বিকাশে সহায়তা করা হচ্ছে প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। প্রক্ষোভিক বিকাশ যথাযথভাবে না ঘটলে শিশুর মধ্যে নানা ধরনের অসংগতিমুলক আচরণ লক্ষ করা যায়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন