অ্যাসেম্বলার কি?
যে ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলা হয়।
অ্যাসেম্বলার |
অ্যাসেম্বলার এর কাজ কি?
অ্যাসেম্বলার এর প্রধান কাজ হলঃ- নেমোনিক কোডকে যন্ত্রভাষায় অনুবাদ করা।
- সাংকেতিক ঠিকানাকে যন্ত্রভাষায় লেখা ঠিকানায় পরিণত করা।
- প্রত্যেক নির্দেশ ঠিক আছে কি না পরীক্ষা করা, ঠিক না থাকলে তা জানানো।
- সাংকেতিক ভাষায় প্রত্যেক নির্দেশককে যন্ত্রভাষায় একটি নির্দেশে পরিণত করে।
- সব নির্দেশ ও তথ্য মুখস্ত স্মৃতিতে রাখা।
- সব ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে নির্দেশ দেয়।