Visual basic কি | ভিজুয়াল বেসিক এর কাজ কি

উইন্ডোজ অ্যাপ্লিকেশনের নাম নিলেই চলে আসে ভিজুয়াল বেসিকের নাম। ভিবি নামেই বহুল প্রচলিত মাইক্রোসফটের ডেভেলপ করা এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যাপক জনপ্রিয়তা পায় দ্রুত। 

দ্রুত এবং সহজে প্রোগ্রাম উন্নয়নের জন্য ভিজুয়াল বেসিক অতুলনীয় হয়ে ওঠে। বিশেষত নতুন বা অদক্ষ প্রোগ্রামারদের কাছে এ ভাষা জনপ্রিয়।

মাইক্রোসফট বেসিক ল্যাঙ্গুয়েজকে কিনে সেটাকে ডেভেলপ করে এবং ইন্ডিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) সহ ১৯৯১ সালে ভিজুয়াল বেসিক নামে বাজারে ছাড়ে। 

ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অ্যাকটিভ এক্স কন্ট্রোল, সরাসরি এক্সিকিউটেবল ও ডায়নামিক লাইব্রেরী লিংক (DLL) তৈরীর সুবিধার কারণে ভিবির কদর অনেকের কাছেই বেশি ছিল। 
ভিজুয়াল বেসিক
ভিজুয়াল বেসিক

ভিজুয়াল বেসিকে খুব সহজে বিভিন্ন ডেটাবেস বিষয়ক সফটওয়্যারের সাথে সংযোগ করা যায়। তাছাড়া ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট সহজে ওয়েবপেজ উন্নয়নে সুবিধা প্রদান করে। 

ভিবিকে ডটনেটে যুক্ত করে ছাড়া হয় ভিজুয়াল বেসিক ডটনেট হিসেবে। মাইক্রোসফটের ডটনেট তৈরিতে ভিবির অনেক আইডিয়া ব্যবহার করা হয়েছে।

ডটনেট হল microsoft-এর ফ্রেমওয়ার্ক, যাতে ওয়েব ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরির নানা রকম এপিআই। উইন্ডোজের অনেক অ্যাপ ভিবি ডটনেটে তৈরি হচ্ছে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close