কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম কি

বর্তমানে যোগাযোগের এ পদ্ধতিটি বেশ সমাদৃত। বিশেষ করে ব্যক্তি তার স্ব-অবস্থানে থেকে যেকোন যানবাহনের টিকিট বুকিং কিংবা ক্রয় অথবা কোন হোটেল বা এতদসংক্রান্ত যেকোন সেবা প্রদানকারী সংস্থার সিট/রুম অথবা ভাড়া নেওয়ার ব্যবস্থা ইলেকট্রনিক উপায়ে করতে পারে। এ পদ্ধতিটিই হল রিজারভেশন সিস্টেম।
কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম
কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম

রিজারভেশন সিস্টেম বাস্তবায়নের প্রয়োজন হয় কম্পিউটার, মডেম/ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, ওয়েব এনাবেলড সফটওয়্যার ইত্যাদি। সমন্বিতভাবে গড়ে ওঠা এ পদ্ধতিটি কম্পিউটার রিজারভেশন সিস্টেম বা সেন্ট্রাল রিজারভেশন সিস্টেম নামে পরিচিত।

১৯৪৬ সালে আমেরিকান এয়ারলাইনস সর্বপ্রথম স্বয়ংক্রিয়ভাবে বুকিং সিস্টেম চালু করে। শুরুতে কোন টিকিট বা কক্ষ বুকিং/ভাড়া নেওয়ার পর তার নিশ্চিতকরণ গ্রাহককে এজেন্ট কর্তৃক টেলিফোন কলের মাধ্যমে অবহিত করা হতো। 

কোন কারণে বুকিং/অনুরোধ বাতিল করলে হলে তার খুব একটা সহজ সমাধান ছিল না। বর্তমানে বুকিং, পেমেন্ট, বুকিং বাতিলকরণ, তারিখ পরিবর্তন সকল কিছু অটোমেটেড পদ্ধতিতে হয়ে থাকে। 

আমাদের দেশে বিমান, রেলওয়ে, বাস সার্ভিসসহ প্রায় সকল ক্ষেত্রে রিজারভেশন সিস্টেম তথা CRS কার্যক্রম সফলতার সাথে চালু হয়েছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close