এ পদ্ধতিতে ব্যবহারকারীর হাতের স্বাক্ষর পরীক্ষা করে সত্যতা যাচাই করা হয়৷ এক্ষেত্রে বিশেষ ধরনের কলম এবং প্যাড ব্যবহার করে স্বাক্ষরের আকার লেখার গতি সময় এবং কলমের চাপকে পরীক্ষা করা হয়৷
সিগনেচার ভেরিফিকেশন |
অন্যান্য বায়োমেট্রিক্স পদ্ধতির চেয়ে খরচ কম৷ ব্যাংক বীমা এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্বাক্ষর শনাক্তকরণের কাজে এ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে৷
সিগনেচার ভেরিফিকেশনের সুবিধা?
- সস্তা প্রযুক্তি।
- মাত্র পাঁচ মিনিটে রিকগনিশন সম্ভব।
সিগনেচার ভেরিফিকেশনের অসুবিধা?
- সিগনেচারের প্যাটার্ন না মিললে কাজ করবে না।
- সঠিকভাবে শনাক্তকরণের ব্যাপারটি একটু কঠিন।