EFT এর পূর্ণরূপ কি?
EFT এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (Electronic Funds Transfer)।ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি?
ইলেকট্রনিক
ফান্ড ট্রান্সফার হল কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক
অর্থনৈতিক প্রতিষ্ঠানের একাধিক একাউন্টের মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময়
প্রক্রিয়া।
EFT |
মূলত ই-কমার্সের ভিত্তিই হল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম। ই-কমার্স এর ক্ষেত্রে এটি যে সংশ্লিষ্ট ধারণা গুলোর প্রয়োগ ঘটায় সেগুলো হলঃ
- ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ বা অর্থ হস্তান্তর।
- ইলেক্ট্রনিকস চেকের মাধ্যমে অর্থ উঠানো।
- ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময় করা।
- ইলেকট্রনিক বিল পরিশোধ ও ইলেকট্রনিক টিকিট বুকিং সিস্টেম।