গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। আর এটি হল একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস।
গেটওয়ে |
যা বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ট্রান্সলেট করে অর্থাৎ এক প্রোটোকলকে অন্য আরেক ধরনের প্রোটোকলের সাথে সংযুক্ত করে।
গেটওয়ে কাকে বলে?
গেটওয়ে হল ইন্টারনেটের প্রবেশ পথ। যা কয়েকটি কম্পিউটারের সাথে এক বা একাধিক নেটওয়ার্ক সংযোগকারী ডিভাইসকে গেটওয়ে বলে।গেটওয়ে এর কাজ?
গেটওয়ে হল এমন ধরনের যন্ত্র। যা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য কাজ করে। রাউটার, হাব, ব্রিজ, সুইচ ইত্যাদি যন্ত্র প্রটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না।কিন্তু গেটওয়ে এই সুবিধা দিয়ে থাকে। কোন ধরনের ট্রান্সলেশনের সুবিধা দিচ্ছে তার উপর ভিত্তি করে এটি OSI, রেফারেন্স মডেলের সকল স্তরে সহজে কাজ করতে পারে।
তবে বেশিরভাগ গেটওয়ের কাজ ঘটে থাকে OSI মডেলের উপরের স্তরে অর্থাৎ অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন ও ট্রান্সপোর্ট লেয়ার ইত্যাদিতে।
গেটওয়ের সুবিধা?
- ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম থাকে।
- বিভিন্ন প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত থাকে।
গেটওয়ের অসুবিধা?
- এটি ধীরগতিসম্পন্ন হয়।
- কনফিগারেশন করা তুলনামূলক জটিল।
- অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল।