Gboard কীবোর্ড কি | Gboard keyboard settings

স্মার্ট ফোন দিয়ে খুব দ্রুত সময়ের ব্যবধানে টাইপ করার অন্যতম একটি মাধ্যম হল জিবোর্ড কিবোর্ড। জনপ্রিয় জিবোর্ড কিবোর্ডটি আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি গুগল ২০১৫ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ সর্বপ্রথম প্লে স্টোরে পাবলিশ করে। আর এই কিবোর্ড অ্যাপটি এতোটাই ফিচারে ভরপুর যে অ্যাপটির অধিকাংশ ফিচার অনেকের ব্যবহার করা হয়ে উঠে না।
Gboard কীবোর্ড
Gboard কীবোর্ড


Gboard অ্যাপ এর বৈশিষ্ট্য?

  • Glide Typing
  • Voice Typing
  • Hand writing
  • Custom Themes
  • Emoji Search
  • GIFs
  • Google Translate
  • Slide typing
  • Multilingual Type

Glide Typing

কিবোর্ড থেকে আঙুল না সরিয়ে কাঙ্খিত কথা লেখার সুবিধাই হল (Glide Typing)।

Voice Typing

নির্দিষ্ট বাক্যকে ভয়েসের মাধ্যমে টেক্সটে রূপান্তরিত করার সুবিধাই হল (Voice Typing)। যেমনঃ Own Words - (Voice Typing = Text) ইত্যাদি। 

Hand writing

ব্যক্তিগত জীবনে আমরা যেভাবে খাতা কিংবা কাগজে লেখালেখি করি। ঠিক তেমনি হুবহু একই রকম লিখতে পারবেন Gboard Keyboard এর মাধ্যমে। আপনি চাইলে হাতের পাশাপশি Stylus কলমও ব্যবহার করতে পারেন।

Custom Themes

নিজের সুবিধামত সাজিয়ে নেওয়া যাবে এ কিবোর্ডের থিম। কাস্টম থিম সেট করতে জিবোর্ড এর সেটিংসে প্রবেশ করে Theme এই বাটনে ট্যাপ করবেন। এরপর “+” আইকনে ট্যাপ করে নিজের পছন্দমতো কিবোর্ড থিম ডিজাইন করে নিবেন।

Emoji Search

চ্যাটিং এর সময় মনের ভাব প্রকাশ করার জন্য ইমোজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই অনেকেই ইমোজির জন্য আলাদা অ্যাপ ব্যবহার করে। তবে আপনি জেনে অবাক হবেন যে Gboard Keyboard এর ভিতর ইমোজির জন্য আলাদা ক্যাটাগরি বা বিভাগ রয়েছে। যার ফলে আপনার ভাব প্রকাশের মাধ্যম আরও কয়েকগুণে সহজ হয়ে যাবে।

GIFs

সময়ের বিবর্তনে আজ রিঅ্যাকশন ক্ষেত্রেও বেশ পরিবর্তন চলে এসেছে। নির্দিষ্ট মুহুর্তে সঠিক GIFs ব্যবহার করে, কাঙ্খিত মুহুর্তে কয়েকগুণ সুন্দর করা যায়। আজকাল অনেকেই GIFs এর জন্য আলাদা অ্যাপস ব্যাবহার করে থাকে। 

তবে আপনি যদি Gboard Keyboard ব্যবহার করে থাকেন। তাহলে বাড়তি কোন অ্যাপস ব্যাবহার করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে ইমোজির মত GIFs এর জন্যও এই অ্যাপে রয়েছে আলাদা ক্যাটাগরি।

Google Translate

নিজের ভাষাকে অন্য ভাষায় রূপান্তরিত করার জন্য অনেকেই Google Translate ব্যবহার করে থাকে। তবে আপনি Gboard Keyboard ব্যবহার করার ফলে এই সুযোগটি একদম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এছাড়াও এই অ্যাপে রয়েছে অনেক সুযোগ সুবিধা যা ব্যবহার করার ফলে আপনার লেখার অভিজ্ঞতা কয়েকগুণ বৃদ্ধি পাবে।

Slide typing

এক হাতেই স্লাইডিং এর মাধ্যমে টাইপিং করা যায় Slide typing এর মাধ্যমে। 

Multilingual Type কি?

Gboard Keyboard এ আপনি পাবেন একাধিক ভাষা ব্যবহার করার সুযোগ পাবেন।

জিবোর্ড মোড কি?

ফ্লোটিং মোড কিংবা ওয়ান-হ্যান্ডেড মোড এ সুইচ করতে সর্বপ্রথম জিবোর্ড এর টপ রো তে থাকা আইকনে ক্লিক করতে হবে। এছাড়াও জিবোর্ডের সেটিংসে প্রবেশ করে Preferences থেকেও Floating কিংবা One Handed Mode ফিচারটি চালু এবং বন্ধ করার অপশন পাবেন। ফ্লোটিং কিংবা ওয়ান হ্যান্ডেড মোড থেকে রেগুলার মোডে ফিরে যেতে এক্সপেন্ড আইকনে ট্যাপ করতে হয়।

জিবোর্ড সেটাপ?

অ্যান্ড্রয়েড ভার্সন ও আইওএস ভার্সন ডিভাইসে জিবোর্ড কিবোর্ড সেটাপের পৃথথ পৃথক নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনে জিবোর্ড কিবোর্ড সেটাপ করার বেসিক নিয়মঃ

অ্যান্ড্রয়েড

কিছু কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে জিবোর্ড ডিফল্ট কিবোর্ড হিসাবে ইন্সটল করা থাকে। আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিবোর্ড কিবোর্ড না থাকে তবে গুগল প্লে স্টোর থেকে জিবোর্ডটি ডাউনলোড করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোনে জিবোর্ড কিবোর্ড ইন্সটল করার পর বেশ সহজে সেটাপ করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে জিবোর্ড ইন্সটল করার পর সেটাপ করতেঃ
  • সর্বপ্রথম জিবোর্ড অ্যাপ ওপেন করবেন ও ENABLE IN SETTINGS বাটনে ট্যাপ করবেন। 
  • এরপর সেটিংস স্ক্রিন দেখানো হবে Gboard এর পাশে থাকা টোগল অন করে দিন ও OK তে ট্যাপ করবেন।
  • এরপর Select Input Method এ ট্যাপ করবেন।
  • এরপর জিবোর্ড সিলেক্ট করবেন। 
  • Done এ ট্যাপ করে সেটাপ সম্পূর্ণ করবেন। 
  • এরপর জিবোর্ড সেটিংস থেকে Languages অপশনে গিয়ে Bangla (Bangladesh), abc → বাংলা সিলেক্ট করুন যাতে এটা দিয়ে বাংলাও লিখতে পারেন।

আইওএস

আইওএস ৯ বা তার পরের সকল ভার্সনের আইওএস চালিত ডিভাইসসমূহের জন্য জিবোর্ড অ্যাপস রয়েছে। নিচে প্রদত্ত লিংকে ক্লিক করে অ্যাপল অ্যাপ স্টোর থেকে আইফোন বা আইপ্যাডের জন্য জিবোর্ড অ্যাপ ডাউনলোড করা যাবে। জিবোর্ড ইন্সটল করতে ট্যাপ করুন। আইফোন বা আইপ্যাডে জিবোর্ড সেটাপ করতেঃ
  • সর্বপ্রথম ডিভাইসের সেটিংসে প্রবেশ করবেন।
  • General এ ট্যাপ করবেন।
  • Keyboards এ ট্যাপ করবেন।
  • Add New Keyboard সিলেক্ট করবেন।
  • এরপর Third-party keyboard এর তালিকা হতে জিবোর্ড সিলেক্ট করবেন।
  • জিবোর্ড ভালভাবে কাজ করার জন্য ফুল অ্যাকসেস প্রয়োজনীয়, Allow করে দিবেন।
  • এরপর জিবোর্ড সেটিংস থেকে Languages অপশনে গিয়ে Bangla (Bangladesh, Transliteration বা QWERTY) সিলেক্ট করবেন। 
  • যাতে এটা দিয়ে বাংলাও লিখতে পারেন।

জিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপিং?

জিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপিং করা যাবে ফনেটিক ও সরাসরি প্রেস এন্ড টাইপ উভয় নিয়মের মাধ্যমে। জিবোর্ড এ বাংলাকে টাইপিং ল্যাংগুয়েজ হিসেবে যোগ করতেঃ
  • জিবোর্ড সেটিংসে প্রবেশ করবেন।
  • Languages এ ট্যাপ করবেন।
  • Add Keyboard এ ট্যাপ করবেন। 
  • Bangla (Bangladesh) / Bangla (India) এই দুইটি থেকে যেকোন একটি সিলেক্ট করবেন। 
  • এরপর পছন্দমত টাইপিং লেআউট সিলেক্ট করুন Done এ ট্যাপ করে সেটিংস সেভ করবেন।

জিবোর্ড রিসাইজ কি?

জিবোর্ড কিবোর্ড যদি আপনার ফোনের স্ক্রিন অনুযায়ী ঠিকমত ফিট না হয়ে থাকে। তবে সেক্ষেত্রে সুবিধামত রিসাইজ করে নিতে পারেন। জিবোর্ড কিবোর্ড রিসাইজ করা যাবে সেটিংস এর Preferences অপশনে প্রবেশ করে প্রদর্শিত Keyboard height সেটিংস থেকে।

জিবোর্ড অটো কারেকশন কি?

আপনি যদি এই কিবোর্ডে অটো কারেকশন ব্যবহার করতে চান তবে চালু বা বন্ধ ও রাখতে পারেন। এছাড়াও ব্যাকস্পেস কি চাপলে অটোকারেক্ট করা টেক্সট আনডু করার অপশন রয়েছে এ কিবোর্ডে। 

তাছাড়া জিবোর্ড কিবোর্ডের সেটিংসে প্রবেশ করে Text Correction সেকশনে অটো কারেকশন সম্পর্কিত সকল ধরনের সেটিংসে দেখতে পাবেন।

জিবোর্ড পারসোনাল ডিকশনারি কি?

জিবোর্ড এর সেরা ফিচারগুলো মধ্যে পারসোনাল ডিকশনারি ফিচারটি অন্যতম। আর এই ফিচারটি ব্যবহার করে নির্দিষ্ট শব্দ কিংবা বাক্য এর শর্টকাট সেভ করে রাখা যায়। জিবোর্ড সেটিংসে প্রবেশ করে Dictionary মেন্যু থেকে Personal Dictionary সেকশনে পারসোনাল ডিকশনারি এন্ট্রি এড করতে পারেন।

জিবোর্ড সাউন্ড ও ভাইব্রেশন কি?

টাইপিং সাউন্ড ও হ্যাপটিক ফিডব্যাক পছন্দমতো কাস্টমাইজ করার সুযোগ আছে জিবোর্ড কিবোর্ডে। সেটিংসে প্রবেশ করে Preferences থেকে Sound on keypress এবং Haptic feedback on keypress এই অপশন দুইটি ব্যবহার করে যথাক্রমে টাইপিং সাউন্ড ও হ্যাপটিক ফিডব্যাক চালু কিংবা বন্ধ করা যায়। এছাড়াও টাইপিং সাউন্ড এর ভলিউম ও ভাইব্রেশনের স্ট্রেংথ নিয়ন্ত্রণ করা যায়।

জিবোর্ড পারসোনাল ডিকশনারি ক্লিপবোর্ড কি?

সাধারণত ফোনে কপি করা সর্বশেষ বিষয় ন্যাটিভলি সেভ থাকলেও এর পূর্বে কপি করা লেখাগুলো মুছে যায়। জিবোর্ড এর ক্লিপবোর্ড ফিচার ব্যবহার করে ছবি কিংবা টেক্সট সেভ করে রাখা যাবে। যার ফলে জিবোর্ডের ক্লিপবোর্ড অপশনে সেভ করা টেক্সট বা ছবি দেখা যাবে। জিবোর্ড সেটিংসে প্রবেশ করে Clipboard এ ট্যাপ করে Clipboard ফিচারটি চালু করা যাবে। 

জিবোর্ড এর ক্লিপবোর্ডে সদ্য কপি করা টেক্সট কিংবা ছবির পাশাপাশি স্ক্রিনশটসমূহ সেভ থাকে। তাছাড়া কোন গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ এড্রেস বা ফোন নাম্বার সেভ করতে বেশ কাজ আসতে পারে জিবোর্ডের এই ক্লিপবোর্ড ফিচারটি।

আপনি কি জিবোর্ড কিবোর্ড ব্যবহার করেন? 

আপনি যদি জিবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে জিবোর্ড ব্যবহারের অভিজ্ঞতা আমাদেরকে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন