গুগল কি | গুগল সম্পর্কে অজানা তথ্য

আপনার আমার ফোনে ইন্টারনেট আছে কিন্তু আপনি কখনো গুগল ব্যবহার করেন নি বা গুগল কি? জানেন না। এটা একেবারেই অসম্ভব না হলেও বিশ্বাস করা বেশ কঠিন হবে। আপনি কোন না কোন সময় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ খুঁজে পাওয়ার জন্য গুগল ব্যবহার করে থাকবেন।
গুগল
গুগল

শুধু আপনি নন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদির মতো সামাজিক সাইটগুলোও গুগলের সাহায্য নেয়। আর তাই আজ গুগলের সহায়তায় আমরা কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনও প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পেতে পারি। 

গুগল ফুল মিনিং?

Google এর Full Form হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ (Global Organization of Oriented Group Language of Earth)।

গুগল কি?

গুগল হল একটি আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন। যা মূলত ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্যের জন্য বিখ্যাত। ল্যারি পেজ ও সার্জি ব্রিন নামে স্টানফোর্ড ইউনিভার্সিটির দুইজন পিএইচডির ছাত্র গুগল প্রতিষ্ঠা করেন। গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হচ্ছে “Don’t be evil”। 

গুগলের প্রধান উদ্দেশ্য বিশ্বের সকল তথ্য সন্নিবেশিত করে সবার জন্য সহজলভ্য করে দেয়া। গুগল প্রতিষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউএ অবস্থিত। এর ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.google.com।

গুগল সার্চ ইঞ্জিন কি?

আজ থেকে দুই দশক আগে পর্যন্ত গুগলের কোন অস্তিত্ব ছিল না। আর তখন ইন্টারনেট থেকে কিছু তথ্য খুঁজে পেতে হলে কোন নির্দিষ্ট সাইটের নাম জানতে হত। আর হাতের কাছে যদি ইন্টারনেট না থাকতো। তবে কোন লাইব্রেরির উপরে নির্ভর করতে হতো। আজ গুগল সেই লাইব্রেরিটা আপনার ফোনের মধ্যে এনে দিয়েছে। 

প্রসঙ্গত বলা যেতে পারে বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি আপনার ফোনের মধ্যেই আছে। আর সেই লাইব্রেরি টির নাম হচ্ছে গুগল। গুগল হল বিশ্বের বৃহত্তম search engine। আপনি গুগলে যা কিছু অনুসন্ধান করুন না কেন। আপনি অবশ্যই সেটি খুব সহজে খুঁজে পাবেন। গুগল একটি অত্যন্ত উন্নত search engine যা কোনও প্রশ্নের জন্য খুব সঠিক উত্তর দেয়। 

গুগলের algorithm সহজেই যে কোনও প্রশ্ন বোঝে। এবং সেই অনুযায়ী ফলাফল সরবরাহ করে থাকে। তবে শুধুমাত্র এটুকুই গুগলের পরিচয় নয়। গুগল একটি multinational company, search engine এবং internet analytics এবং cloud computing এর মতো আরও অন্যান্য বিভিন্ন ধরনের পরিষেবা সরবরাহ করে থাকে।

গুগলের প্রধান Products এবং Service গুলো কি কি?

সময়ে সময়ে গুগল তার ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য অনেক নতুন নতুন অ্যাপ এবং পরিষেবা চালু করে। যা আরও বেশি সংখ্যক ব্যবহারকারীকে গুগলের প্রতি আকৃষ্ট করে। গুগলের কয়েকটি বড় পরিষেবা হলঃ
  • Google Search
  • ChromeOS 
  • Gmail
  • Chromecast 
  • Google+ 
  • Android 
  • Google Chrome Browser 
  • Blogger 
  • Google Docs 
  • Google Drive
  • Google Earth
  • Google Image 
  • Google Keep 
  • Google Maps
  • Google Ads
  • Google Pay 
  • Google Books
  • Google Calendar 
  • Google Contacts 
  • Google AdSense
  • Google Analytics
  • Google My Business
  • Google Translator
  • Wear OS
  • YouTube
  • Google Wifi
  • Google Now
  • Google Patents
  • Google Photos
  • Google Allo
  • Google Duo

গুগল এর সেবাসমূহ?

গুগল বিভিন্ন অনলাইন সেবা যেমনঃ গুগল সার্চ (তথ্য অনুসন্ধান), জিমেইল (ইমেইল সেবা), গুগলস (গুগল সুইচ), গুগল+ (সামাজিক নেটওয়ার্কিং), অ্যাডসেন্স (বিজ্ঞাপন) ইত্যাদি প্রদান করে। 

গুগলের পণ্য ইন্টারনেট ছাড়াও ডেস্কটপেও ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ গুগল ক্রোম (ওয়েব ব্রাউজার), পিকাসো (ছবি সংগঠিত ও সম্পাদন করার সফটওয়্যার) ইত্যাদি।

গুগল ক্রোম (Google Chrome) কি? 

গুগল ক্রোম হল গুগল কর্তৃক তৈরিকৃত একটি ফ্রি ওয়্যার ওয়েব ব্রাউজার। যা Webkit layout engine ব্যবহার করে। ২০০৮ সালের ২ সেপ্টেম্বর এটি মাইক্রোসফট উইন্ডোজের জন্য একটি বেটা সংস্করণ হিসেবে সর্বপ্রথমে প্রকাশ করা হয়। 

একই বছরের ১১ ডিসেম্বর এটি সবার ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়। সারা বিশ্বে ব্যবহার করা ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে এর অংশীদারিত্বের পরিমাণ ৩২.৭৬% (আগষ্ট ২০১২ এর সর্বশেষ হিসেব অনুযায়ী) যা ক্রমান্বয়ে দিনি বৃদ্ধি পাচ্ছে। 

বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। গুগল মোবাইল অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড (Android) ইত্যাদি। এছাড়াও রয়েছে গুগল প্লে স্টোর (Google play store), গুগল লেন্স (Google lens), গুগল ড্রাইভ (Google Drive), গুগল ফটোস (Google Photos) ইত্যাদি।

গুগলের সিইও কে?

বর্তমানে গুগলের সিইও হল সুন্দর পিচাই (Sundar Pichai)। ইনি জন্মগতভাবে ভারতীয়।

গুগল কত সালে আবিষ্কার হয়?

গুগল প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর।

Google এর বাংলা অর্থ কি?

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই গুগল শব্দটির সাথে বেশি পরিচিত। সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও আদর্শ সার্চ ইঞ্জিন হল গুগল। গাণিতিক Googol থেকে নেওয়া হয়েছে Google শব্দটি।

যার অর্থ হচ্ছে ১ এর পর ১০০ টি শূণ্য দিলে যা হয় তাই। আর তাই Google কতৃপক্ষ ইন্টারনেটের বিশাল তথ্য ভান্ডারের বিশালতাকে উপলব্ধি করানোর জন্য Google নামটি ব্যবহার করেছ। 

গুগল কোন দেশের কোম্পানি?

গুগল হল California তে অবস্থিত একটি মার্কিন সংস্থা। প্রসঙ্গত বলে রাখা দরকার গুগলের অসংখ্য branch বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে অবস্থিত।

গুগল সম্পর্কে কিছু অজানা তথ্য?

গুগলের কাছে পৃথিবীর সব থেকে বড় ওয়েবসাইটের তালিকা রয়েছে। আর এই লিস্টে প্রায় তিন বিলিয়ন ওয়েবসাইটের নাম রয়েছে। আর যদি এই তালিকায় থাকা ওয়েবসাইট গুলোর নাম কাগজ প্রিন্ট করা হয়। তবে সেই কাগজটির দৈর্ঘ্য হবে ১৩০ মাইল। 

গুগলের এর আসল নাম ছিল Backrub. পরবর্তীতে সংস্থাটি তাদের নাম পাল্টে গুগোল করে দেয়। যদিও “Goolge” শব্দটি একটি ভুল বানান। এর সঠিক বানানটি হল "Googel" যার অর্থ একের পরে 100 টি শূন্য। 

আজ সারা পৃথিবীতে  যত গুগোল সার্চ করা তার ৩৩% স্মার্টফোনের মাধ্যমে করা হয়। বিশ্বের প্রায় ৪০ টিরও বেশি দেশে ৭০টি অফিসে গুগলের ৫৩,৬০০ এরও বেশি কর্মচারী আছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন