কর্ড কি ও বেডফোর্ড কর্ড কি | বেডফোর্ড কর্ডের গঠনপ্রণালী | বেডফোর্ড কর্ডের ব্যবহার

কর্ড কি?

প্লেইন উইভে হঠাৎ করে তুলনামূলক মোট সুতা ব্যবহার করে টানা ও পড়েন বরাবর এক ধরনের বিশেষ ইফেক্ট ফুটিয়ে তোলা সম্ভব৷ আর এই ইফেক্ট নির্দিষ্ট সুতা পর পর টানা বরাবর অথবা পড়ের বরাবর হতে পারে আবার অনিয়মিত হতে পারে৷ 

বেডফোর্ড কর্ড

কাপড় তৈরির ক্ষেত্রে ব্যবহৃত ডিজাইনের মধ্যে টানা অথবা পড়েন বারাবর নির্দিষ্ট সুতার চেয়ে মোটা সুতা ব্যবহার করে যে উঁচু নিচু ইফেক্ট ফুটিয়ে তোলা হয় তাই কর্ড৷ এছাড়া উইভের মাধ্যমেও কর্ড ইফেক্ট ফুটিয়ে তোলা যায়৷ 

কর্ড কত প্রকার?

উইভের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য নিম্নলিখিত ডিজাইন ব্যবহার করা হয়ঃ
  • বেডফোর্ড কর্ড
  • পিকি উইভ
কাপড়ের মধ্যে মোটা সুতা ব্যবহার করে টানা ও পড়েন বরাবর যে উঁচু নিচু ইফেক্ট বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয় তাই কর্ড৷ কর্ড উইভের ক্ষেত্রে সাধারণত প্লেইন উইভ ব্যবহার করা হয়৷ আবার বিশেষ ধরনের উইভের মাধ্যমও কর্ড ইফেক্ট ফুটিয়ে তোলা যায়। যেমনঃ বেডফোর্ড কর্ড, পিকি উইভ ইত্যাদি৷

বেডফোর্ড কর্ড কি?

কাপড়ের উপরিভাগে অমসৃণ এবং কাপড়ের টানা বরাবর কর্ড ইফেক্ট আনার জন্য মোটা সুতা অথবা ওয়াডেড সুতা ব্যবহার করে যে কর্ড ডিজাইন প্রস্তুত করা হয় তাই বেডফোর্ড কর্ড৷ প্রতি দুই বেডফোর্ড কর্ডের মধ্যে টানা বরাবর একটি করে সরু রেখা বা সানকেন লাইন দেখা যায়৷

বেডফোর্ড কর্ড কত প্রকার?

বেডফোর্ড কর্ড প্রধানত দুই প্রকারঃ
  • প্লেইন ফেইসড বেডফোর্ড কর্ড
  • টুইল ফেইসড বেডফোর্ড কর্ড

প্লেইন ফেইসড বেডফোর্ড কর্ড আবার দুই প্রকারঃ
  • প্লেইন ফেইসড অন অল্টারনেট পিক্র
  • প্লেইন ফেইসড অন পেয়ার অব পিক্র

টুইল ফেইসড্ বেডফোর্ড কর্ড মাত্র অল্টারনেট পিক্স এ হয়ে থাকে৷ উভয় প্রকার বেডফোর্ড কর্ড ওয়াডেড হতে পারে৷ গঠনের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বেডফোর্ড কর্ড পাওয়া যায় যা নিম্নে উল্লেখ করা হলঃ
  • প্লেইন ফেইস বেডফোর্ড কর্ড
  • ওয়াডেড বেডফোর্ড কর্ড
  • ক্রেপন বেডফোর্ড কর্ড
  • টুইল ফেইসড বেডফোর্ড কর্ড 
  • বেডফোর্ড কর্ড অ্যারেঞ্জড উইথ অল্টারনেট পিক্স

বেডফোর্ড কর্ডের বৈশিষ্ট্য?

  • এটি এক ধরনের কর্ড কাপড়৷
  • বেডফোর্ডের টানা ও পড়েন সংখ্যা সর্বদা জোড় সংখ্যা হয়ে থাকে৷
  • এর উপরিভাগ অমসৃণ এবং কর্ড ইফেক্ট টানা বরাবর হয়ে থাকে৷
  • রিপিটে পড়েনের সংখ্যা সাধারণত ৪টি হয়৷
  • রিপিটের ক্ষুদ্রতম ডিজাইন (৮×৪)৷
  • প্রতি ২ কর্ডের মাঝখানে সানকেন লাইন দেখা যায়৷
  • কখনও কখনও কর্ড ইফেক্ট বৃদ্ধি করার জন্য ওয়াডেড বা প্যাডেড সুতা ব্যবহার করা হয়৷
  • ওয়াডেড সুতা হিসেবে নিম্নমানের সুতা ব্যবহৃক হয় যেমন মূল্য কম সুতার পাক কম ও মোটা সুতা৷
  • কর্ড এর ডিজাইনে মূল ইত্যাদি সাধারণত প্লেইন হয়৷ তবে অন্য উইভও ব্যবহার করা যেতে পারে৷

বেডফোর্ড কর্ডের গঠনপ্রণালী?

  • প্রথমে ডিজাইনের রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷ যেমনঃ (ক) ১২×৪ (খ) ১৬×৪ (গ) ২০×৪ ইত্যাদি৷
  • অতঃপর উক্ত রিপিটকে সমান চার ভাগে ভাগ করতে হবে৷ এখন টানা বরাবর প্রতিটি ভাগের দুই প্রাস্তের দুটি টানা সুতাকে নিয়ে মোট চারটি টানা সুতাকে প্লেইন ডিজাইনের মতো চিহ্নিত করতে হবে৷ এগুলোকে কাটিং এন্ডস বলে৷
  • এখন বিপরীত দুই কর্নারের সমস্ত সুতাগুলোকে টানা ভাসা করে অঙ্কন করতে হবে এবং বাকি দুই অংশে প্লেইন ডিজাইন বসাতে হবে৷ প্লেইন উইভ বসানোর সময় লক্ষ রাখতে হবে যেন সানকেন লাইনের স্পষ্টতা বজায় থাকে৷
  • এভাবে একটি বেডফোর্ড কর্ড ডিজাইন তৈরি করা হয়৷

কর্ড ও বেডফোর্ড কর্ডের পার্থক্য?


কর্ডঃ

  • প্লেইন ডিজাইনের মাঝে মোটা সুতা ব্যবহার করে কর্ড ইফেক্ট ফেলা হয়৷
  • কর্ড ইফেক্ট আনার জন্য সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়৷
  • দুই সিরিজ টানা সুতা বা পড়েন সুতা ব্যবহার করা হয় এক সিরিজ মূল উইভের সুতা ও অন্য সিরিজ তুলনামূলক মোট সুতা৷
  • কর্ড ইফেক্টের জন্য টানা অথবা পড়েন সুতা অত্যধিক মোট ও অত্যধিক চিকন করেও সম্ভব৷
  • টানা সুতা ও পড়েন সুতায় টুইস্ট কমবেশি করেও কর্ড ইফেক্ট আনা সম্ভব৷
  • টানা অথবা পড়েনের দিকে অতিরিক্ত ফোল্ডেড ইর্য়ান ব্যবহার করে কর্ড ইফেক্ট আনা সম্ভব৷
  • প্লেইন ট্যাপেট লুমে তৈরি করা সম্ভব৷
  • পোশাক, কোট, স্যুট, ফিতা ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়৷

বেডফোর্ড কর্ডঃ

  • কাপড়ের উপরিভাগে কর্ড ইফেক্ট আনার জন্য মোটা সুতা অথবা ওয়াডেড সুতা ব্যবহার করা হয়৷
  • বেডফোর্ড কর্ড ইফেক্ট আনার জন্য স্পেশাল পদ্ধতি ব্যবহার করা হয়৷
  • এখানেরও ন্যূনতম দুই সিরিজ টানা সুতা ব্যবহার করা হয়৷
  • বেডফোর্ড কর্ড ইফেক্ট শুধুমাত্র টানা বরাবর করা হয় এবং টানার অতিরিক্ত সোটা সুতা বা ওয়াডেড সুতা ব্যবহার করা হয়৷
  • বেডফোর্ড কর্ড ইফেক্ট আনার জন্য অল্টারনেট পিক্স অথবা জোড়া পিক্স এর মাধ্যমে সম্ভব৷
  • টানার দিকে ওয়াডেড ইর্য়ান ব্যবহার করে বেডফোর্ড কর্ড ইফেক্ট আনা সম্ভব৷
  • ডবি লুমি তৈরি করা সম্ভব। 
  • পোশাক, মিলিটারি ড্রেস, স্যুটিং, উলেন ও ওরস্টেড ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয়৷

বেডফোর্ড কর্ডের ব্যবহার?

  • পোশাক হিসেবে মহিলাদের ব্লাউজ খেলাধুলার পোশাক ইত্যাদিতে৷
  • অলংকরণের কাজে ব্যবহৃত হয়৷
  • ওরস্টেড সুতা দ্বারা তৈরি কাপড় ট্রাউজার হিসেবে ব্যবহৃত হয়৷
  • গরমের দিনে ব্যবহার উপযোগী পোশাক যেমনঃ কোট, ওয়েস্ট কোট, মিলিটারি ও অশ্বারোহীদের পোশাকের জন্য ব্যবহার হয়৷
  • বেড কভার ফার্নিশিং ক্লথ হিসাবেও ব্যবহার হয়৷
  • মিলিটারি পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷
  • ট্রাওজার তৈরিতে ব্যবহৃত হয়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন