লৈখিক উপস্থাপন কি | লৈখিক উপস্থাপন কত প্রকার | লেখ ও চিত্রের পার্থক্য

লৈখিক উপস্থাপন কি?

পরিসংখ্যানের রাশি তথ্যমালাকে সহজে বোধগম্য করার জন্য সাধারণত শ্রেণিবিন্যাস ও ছক বিন্যাসিত করে প্রকাশ করা হয়। কিন্তু অনেক সময় ছক বিন্যাসিত রাশি তথ্য থেকে সেগুলোর প্রকৃতি সঠিকভাবে অনুধাবন করা যায় না৷ এরূপ ক্ষেত্রে রাশি তথ্যমালাকে যদি লেখ বা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তাহলে তথ্যদির তাৎপর্য সহজে বোধগম্য হয়৷

যখন পরিসংখ্যানের রাশিতথ্য লেখ ও চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয় তখন তাকে লেখ চিত্রের সাহায্যে তথ্যদির উপস্থাপন বলে৷ পরিসংখ্যানের রাশিতথ্য প্রকাশ করার অন্যতম প্রধান উপায় হলে লেখ চিত্র বা নকশা৷ লেখ বা চিত্র সংশ্লিষ্ট রাশি তথ্যমালা সম্পর্কে নতুন কোন সংবাদ দেয় না সত্য কিন্তু অনেক সময় এগুলোর সাহায্যে বিভিন্ন তথ্যের তুলনামূলক গুরুত্ব বুঝা সহজ হয়৷ 

অনেক ক্ষেত্রে আবার লেখ বা চিত্রের ব্যবহার ছাড়া রাশিতথ্য সম্বন্ধে কোন সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়ে বিশেষ করে যখন বিভিন্ন ধরনের রাশিতথ্যের তুলনামূলক বিচার করা হয়৷

লৈখিক উপস্থাপন
লৈখিক উপস্থাপন

লৈখিক উপস্থাপন কত প্রকার?

লৈখিক উপস্থাপনের বিভিন্ন প্রকার নিম্নে দেয়া হলঃ
  • আয়তালেখ (Histogram)
  • গণসংড়খ্যা বহুভুজ (Frequency polygon)
  • কালীন রেখা (Historigram)
  • দগু চিত্র (Bar diagram)
  • পাই চিত্র (Pie chart)
  • গণসংখ্যা রেখা (Frequency curve)
  • অজিভ রেখা (Ogive)

তথ্য উপস্থাপনে লেখ ও চিত্রের গুরুত্ব?

তথ্যমালাকে সারণি ও তালিকার মাধ্যমে উপস্থাপন করলেও সব সময় এটা সকলের কাছে সহজবোধ্য হয় না৷ আবার তথ্যের পরিমাণ বেশি হলে বা ছকগুলো বড় হলে এটা হতে তথ্যের তাৎপর্য অনুধাবন করা সহজ হয় এবং গবেষকের পক্ষেও তাৎপর্য বিশ্লেষণ করা সুবিধাজনক হয়৷ 

কথায় বলে একটি লেখচিত্র ১০০০০ অক্ষর অপেক্ষা সহজ বর্ণনা৷ লেখচিত্রের গুরুত্ব নিচে আলোচনা করা হলঃ
  • লেখচিত্র তথ্যকে সংক্ষেপে সহজবোধ্য ও আকর্ষণীয় আকারে উপস্থাপন করে৷ 
  • পরিসংখ্যানের জ্ঞান না থাকলে সারণি হতে তত্ত্ব সংগ্রহ করা যায় না, কিন্তু লেখ থেকে তা সম্ভবপর হয়৷
  • অনেকে সংখ্যা সারণি পরীক্ষা নিরীক্ষা করে তত্ত্ব উদঘাটন করতে অনীহা বোধ করে থাকেন আবার সংখ্যা সারণিটি বড় হলে তা অনেকের নিকট চক্ষু পীড়াদায়ক হয়৷ 
  • কিন্তু তথ্যমালাকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলে তা সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে৷ এতে তথ্যের অন্তর্নিহিত তত্ত্বসমূহ অনুধাবনে সুবিধা হয়৷
  • লেখচিত্র থেকে এক নজরে পুরো তথ্য সম্বন্ধে ধারণা পাওয়া এবং তথ্যের বিষয়বস্তু বুঝা সহজ হয়৷
  • লেখচিত্র তথ্যমালা সাধারণ গতিধারা বা তথ্যের প্রকৃতি অনুধাবন ও বিশ্লেষণে সহায়তা করে থাকে৷
  • জটিল তথ্যমালাকে সারণি অপেক্ষা লেখচিত্রের মাধ্যমে অনেক সহজে উপস্থাপনা করা যায়৷ এতে তথ্যের তাৎপর্য বিশ্লেষণে সুবিধা হয়৷
  • দুই বা ততোধিক তথ্য সারিকে তুলনা করতে সারণি অপেক্ষা লেখচিত্র অনেক সুবিধাজনক ফল প্রদান করে থাকে৷ 
  • তথ্যমালায় কোন বিশেষ গতিশীলতা বা প্রবণতা থাকলে তা লেখ থেকে সহজে বুঝা যায় এবং তথ্যে কোন ভুল থাকলে তাও চিত্রের সাহায্যে উপস্থাপনের সময় ধরা পড়ে৷
  • একাধিক বৈশিষ্ট্যধারী তথ্যমালার তাৎপর্য অনুধাবন ও বিশ্লেষণের কাজ সারণি অপেক্ষা লেখচিত্রের মাধ্যমে সহজে করা যায়৷
  • তথ্যসারিগুলোকে একই লেখ কাগজে স্থাপন করলে এক নজরে করা যায়৷
  • লেখচিত্রের মাধ্যমে তথ্য সারির অন্তর্বর্তী মান নির্ণয় করা যায়৷
  • কোন কোন লেখ থেকে তথ্যসারির মধ্যমা প্রচুরক চতুর্থক ইত্যাদি নির্ণয় করা যায়৷
  • বিশেষ কোন লেখ এর মাধ্যমে দু'টি চলক বা পরিবর্তকের মধ্যে বিদ্যমান সম্পর্ক বুঝা যায়৷
  • সারণিবদ্ধ অবস্থায় চেয়ে তথ্যকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে তত্ত্ব উৎঘাটনের সময় ও পরিশ্রম কম লাগে৷

লেখ ও চিত্রের পার্থক্য?

লেখ ও চিত্রের মধ্যে তেমন কোন পার্থক্য নেই৷ তবে গঠন পদ্ধতি ও গুণগত বৈশিষ্ট্য বিবেচনা করলে লেখ ও চিত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়৷ নিচে লেখ ও চিত্রের পার্থক্য উল্লেখ করা হলঃ

রেখা

  • সাধারণ রেখা গ্রাফ কাগজের উপর আঁকা হয়৷
  • এতে স্থানাংক ও জ্যামিতিক প্রয়োগ খুব বেশি৷
  • রেখার সাহায্যে গণংখ্যা নিবেশন উপস্থাপন করা যায়৷
  • রেখা অংকন করতে শুধুমাত্র জ্যামিতিক অংকন জানলেই হয়৷
  • রেখা তুলনামূলক কম চিত্তাকর্ষক৷
  • রেখার উপর পরিসংখ্যানের পদ্ধতি প্রয়োগ করা যায়৷

চিত্র

  • এটি সাদা কাগজে অংকন করা যেতে পারে৷
  • এতে স্থানাংকের প্রয়োগ থাকলেও জ্যামিতিক প্রয়োগ নেই বললেই চলে৷
  • চিত্রের সাহায্যে গণসংখ্যা নিবেশন নয় বরং অন্যান্য উপায় শ্রেণিবদ্ধকৃত তথ্য উপস্থাপন করা হয়৷
  • চিত্র অংকন করতে উপযুক্ত শিল্পীর প্রয়োজন পড়ে নতুবা উপস্থাপন চমৎকৃত হয় না৷ 
  • চিত্র তুলনামূলক অধিক চিত্তাকর্ষক৷
  • চিত্রের উপর কোনরূপ পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ অসম্ভব৷

লেখ ও চিত্রের সীমাবদ্ধতা লেখ?

লেখ ও চিত্রের সাহায্যে তথ্য উপস্থাপনের যেমনি সুবিধা আছে তেমনি সুবিধা আছে তেমনি এর কতকগুলো অসুবিধাও রয়েছে নিম্নে এর সীমাবদ্ধতা উপস্থাপন করা হলঃ
  • লেখ ও চিত্রাদির দ্বারা প্রকাশিত রাশিতথ্যের বিস্তারিত বিবরণ থাকে না।
  • লেখ বা চিত্রের মাধ্যমে রাশিতথ্যের উপস্থাপন সময় সাপেক্ষ ব্যাপার৷
  • অতীব সাবধানতা অবলম্বন না করে লেখ বা চিত্রাদির অঙ্কন রাশিতথ্যাদি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে৷
  • লেখ ও চিত্র থেকে কোন চলকের সঠিক মান নির্ণয় করা যায় না৷
  • চলকের দুটি অতি বৃজৎ মানের মধ্যে অতি ক্ষুদ্র পার্থক্য থাকলে সে পার্থক্যটুকু লেখচিত্রের সাহায্যে  প্রদর্শন করা যায় না৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন