কাপড়ের রিপিট নির্ণয় করার কৌশল?
কিভাবে কাপড়ের রিপিট নির্ণয় করা হয়?
প্রথমে উপরোক্ত পদ্ধতিতে টানা ও পড়েন শনাক্ত করতে হবে। পরে টানা ও পড়েনের দিক শনাক্ত করলে সহজেই টানা ও পড়েন সুতা শনাক্ত করা যাবে। ডিজাইন করতে হলে টানা ও পড়েন সুতা শনাক্ত করা খুবই জরুরী। কাপড়ের ডিজাইন ও রিপিট নির্ণয়ের জন্য নিম্নলিখিত সরঞ্জামের প্রয়োজনঃ- ছক কাগজ বা গ্রাফ পেপার
- কাউন্টিং গ্লাস
- পেন্সিল
- নিডেল
রিপিট |
আবার কাউন্টিং গ্লাস বসিয়ে নিয়ে নিডেল দ্বারা একটি করে সুতা শনাক্ত করে পেন্সিলের মাধ্যমে ছক কাগজের বাম পার্শ্বের নিচ থেকে ডিজাইনটি আস্তে আস্তে অঙ্কন করা যায়। আবার কাউন্টিং গ্লাসের মাধ্যমে কাপড়টির উপর তাকালে টানা ও পড়েন সুতাগুলো মোটা মোটা দেখায় ও কোন সুতার সাথে কোন সুতার বন্ধন সৃষ্টি হল তাও সহজে শনাক্ত করা যায়। তবে লক্ষ্য রাখতে হবে কাপড়টির সদর দিক যেন উপড়ে থাকে। আস্তে আস্তে টানা ও পড়েন সুতার বন্ধনী ছক কাগজে অঙ্কন করতে করতে ডিজাইনটির একটি আকারে চলে আসবে অর্থাৎ ডিজাইনটি ছক কাগজে ফুটে উঠবে।
আরও পড়ুনঃ
তখন উপরোক্ত প্রক্রিয়া বন্ধ করে রিপিট সাইজ চিহ্নিত করতে হবে রিপিট সাইজ চিহ্নিত করতে হবে। রিপিট সাইজ চিহ্নিত করার জন্য প্রথমে ডিজাইনটির সেট মিলাতে হবে। ডিজাইনটির মধ্যে টানা ও পড়েন সুতার সেট শনাক্ত করে প্রথমে আনুমানিক রিপিট চিহ্নিত করতে হবে। অতঃপর উক্ত রিপিট থেকে টানা ও পড়েন সুতার সেট নিয়ে উপরে বা ডানপার্শ্বের টানা ও পড়েন সুতার সাথে মিলিয়ে দেখতে হবে।
যদি উপরের ও ডানের উভয়ের সেটের সাথে রিপিটটি মিলে যায়, তবে উক্ত রিপিট সাইজটি ডিজাইনের প্রকত রিপিট হবে। ছক কাগজে অঙ্কিত ডিজাইনকে উইভ প্ল্যান বলা হয়। রিপিট চিহ্ন দ্বারা ডিজাইনের রিপিটকে দেখানো হবে। এখন অঙ্কেন নিয়মানুযায়ী রিপিট থেকে ড্রাফটিং প্ল্যান ও লিফটিং প্ল্যান অঙ্কন করতে হবে যাতে সহজেই উক্ত ডিজাইন থেকে কাপড়টি প্রস্তুত করা সম্ভব হয়।