SEDEX কি | SEDEX অডিটের গ্রেডিং বা রেটিং গুলো কি কি

SEDEX এর পূর্ণরুপ কি?

SEDEX এর পূর্ণরুপ হচ্ছে (Supply ethical data exchange)।

SEDEX কি?  

SEDEX হল একটি বিশ্বব্যাপী সদস্যপদ সংস্থা। যা বিশ্বব্যাপী ব্যবসায়িক অনুশীলনের উন্নতির জন্য নৈতিক ও দায়িত্বশীল কাজের জন্য নিবেদিত। Sedex Members Ethical Trade Audit বা SMETA হল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক নিরীক্ষা। তাছাড়া SMETA হচ্ছে বিশ্বব্যাপী সর্বাধিক গৃহীত অডিটরদের অডিট পরিচালনা করতে সক্ষম।

SEDEX
SEDEX

যা দায়িত্বশীল ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের সকল দিক প্রতিফলিত করে থাকে। এটি সরবরাহকারীদের একটি  নিরীক্ষা প্রতিবেদন একাধিক গ্রাহকদের সাথে ভাগ করে  নেওয়ার অনুমতি দিয়ে থাকে। যা সময়সীমার সদৃশতার  প্রয়োজনকে হ্রাস করে থাকে। নিরীক্ষার ফলে একটি গ্রেড  মূল্যায়ন হয় যা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করে থাকে।

SMETA হচ্ছে Sedex এর সামাজিক নিরীক্ষা পদ্ধতি। যা  ব্যবসায়িকদের তাদের সাইট ও সরবরাহকারীদের মূল্যায়ন  করতে সক্ষম করে যাতে তারা তাদের সরবরাহ শৃঙ্খলে  কাজের অবস্থা সহজে বুঝতে পারে। সেডেক্স মেম্বারস  এথিক্যাল ট্রেড অডিট  (SMETA) অডিট প্রোটোকল হল  সাপ্লায়ার এথিক্যাল ডেটা এক্সচেঞ্জে (Sedex) এর অন্তর্ভুক্তির জন্য আদর্শ।

সামাজিক নিরীক্ষা বা সোস্যাল অডিট কি?

একটি সামাজিক অডিট একটি সরবরাহকারী সাইটে কাজের  অবস্থাকে বুঝায়। সেরা উপায়গুলোর মধ্যে ইহা একটি। একজন অডিটর শারীরিকভাবে একটি ব্যবসার সাইট বা কর্মক্ষেত্রে উপস্থিত হন। যা নিরীক্ষককে স্থলীয় অবস্থার  মূল্যায়ন করতে সক্ষম করে। সামাজিক অডিট (সোস্যাল অডিট) ব্যবসাগুলোকে তাদের সরবরাহকারীদের মূল্যায়ন  করতে, কর্মীদের জন্য স্বাস্থ্য এবং নিরাপত্তা নিরীক্ষণ করতে এবং শিশু ও জোরপূর্বক  শ্রমের মতো মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে শূন্য সহনশীলতার ইঙ্গিত দেয়। 

একবার একটি অডিট সম্পন্ন করা হলে, ক্রেতা  ও  সরবরাহকারী ব্যবসাগুলো সংশোধনমূলক কর্ম পরিকল্পনা (CAP) এর উপর ভিত্তি করে যেকোন সমস্যা সমাধানের  জন্য  একসাথে কাজ করতে পারে। সামাজিক সম্মতি নিরীক্ষকরা SMETA (সেডেক্স মেম্বারস এথিক্যাল ট্রেড  অডিট) নিরীক্ষা পরিচালনার জন্য অনুমোদিত ও তাদের দক্ষতা ব্যবহার করে ক্রেতা এবং সরবরাহকারীদের তাদের  সামাজিক সম্মতি ও নৈতিক লক্ষ্য অর্জনের জন্য  প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি ও তথ্য প্রদান করে থাকে।
 
আপনার  ব্যবসা সরবরাহকারীর নিজস্ব-মূল্যায়ন প্রশ্নাবলী SAQ (Self-Assessment Questionnair) এর প্রতিক্রিয়া বা আমাদের ঝুঁকি মূল্যায়ন টুলে তাদের অন্তর্নিহিত ঝুঁকি স্কোর থেকে ডেটা পর্যালোচনা করার পরে সরবরাহকারীর সাইটের একটি অডিটের অনুরোধ করতে বেছে নিতে পারে। তাছাড়া আপনার ব্যবসা পরিবর্তে সেডেক্স ভার্চুয়াল অ্যাসেসমেন্ট, রিমোট অডিট পরিচালনার জন্য সেডেক্স এর সমাধান ব্যবহার করতে পারে।


অন্যথায় আপনার একজন  গ্রাহক আপনার ব্যবসার  সাইটগুলোতে  SMETA (সেডেক্স মেম্বারস এথিক্যাল ট্রেড অডিট) অডিট করার জন্য অনুরোধ করতে পারেন। অডিট  আপনার গ্রাহককে আপনার সাইটে কাজের অবস্থার  দৃশ্যমানতা প্রদান করতে সাহায্য করবে ও আপনাকে  একটি সংশোধনমূলক কর্ম পরিকল্পনা (CAP) = Corrective action Plan) প্রদান করবে। যা আপনি  কাজের অবস্থার  উন্নতি করতে ব্যবহার করতে পারেন। 

এটি আপনার ব্যবসার সাথে কাজ করার জন্য নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করতে পারে। আপনার শুধুমাত্র একবার একটি সাইটে একটি SMETA অডিট সম্পূর্ণ করতে হবে এবং আপনি সেডেক্স প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক গ্রাহকের সাথে শেয়ার করতে পারেন।

SEDEX অডিট টাইপ কি এবং  SEDEX কি নিয়ে কাজ করে?

SMETA সাধারণত নিম্নলিখিত বিবেচনা করার জন্য একটি আদর্শ  নিরীক্ষা ও প্রতিবেদন প্রোটোকল  প্রদান করে। SEDEX দুই ধরনের পিলার নিয়ে কাজ করেঃ
  • 2 Pillar ও
  • 4 Pillar 

2 Pillar এ কি কি থাকে?


2 Pillar এ থাকেঃ
  • Laboপিলার এ কি কি থাকে?

4 পিলার এ থাকেঃ
  • Labour Law ( শ্রম আইন)
  • Health & Safety (স্বাস্থ্য ও নিরাপত্তা)
  • Ethical Business Behavior. (নৈতিক ব্যবসায়িক আচরণ)
  • Environment (পরিবেশ)

SEDEX অডিট এর গ্রেডিং কিংবা রেটিং গুলো কি কি?

SEDEX এর জন্য কোন গ্রেডিং বা রেটিং  নেই। কিন্তু ইস্যু আছে। এ ইস্যুগুলো হলঃ
  • CRITICAL Issues (সমালোচনামূলক  সমস্যা) - Follow Up
  • MINOR Issues (ক্ষুদ্র সমস্যা) - Desktop
  • MAJOR Issues (প্রধান সমস্যা) - Follow Up
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close